বাংলা নিউজ >
ছবিঘর > Bangladesh's qualification scenario: কত বলে ১১৬ রান করলে সেমিতে উঠবে বাংলাদেশ? বৃষ্টিতে ওভার কমলে কী হবে অঙ্কটা?
Bangladesh's qualification scenario: কত বলে ১১৬ রান করলে সেমিতে উঠবে বাংলাদেশ? বৃষ্টিতে ওভার কমলে কী হবে অঙ্কটা? Updated: 25 Jun 2024, 08:06 AM IST Ayan Das পুরো ম্যাচ হলে ২০ ওভার বাকি। আর ওই ২০ ওভারের উপরে তিনটি দলের ভাগ্য নির্ভর করছে তিনটি দলের ভাগ্য। আফগানিস্তান যে ১১৫ রান তুলেছে, সেটা কত ওভারের মধ্যে তাড়া করে জিততে পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে বাংলাদেশ? বৃষ্টি হলে বাংলাদেশকে কত ওভারে জিততে হবে? 1/6 কোন অঙ্কে বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ? ১২.১ ওভারে (৭৩ বল) ১১৬ রান তাড়া করে জিতলেই সেমিফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ। কারণ সেক্ষেত্রে আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের ঝুলিতে দু'পয়েন্ট থাকবে। ১২.১ ওভারের মধ্যে বাংলাদেশ যদি ১১৬ রান তাড়া করে ফেলে, তাহলে নেট রানরেটের নিরিখে আফগানিস্তানের পাশাপাশি অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে যাবে। নেট রানরেটের নিরিখে বাজিমাত করে সেমিতে পৌঁছে যাবে। (ছবি সৌজন্যে এপি) 2/6 তবে বাংলাদেশের সামনে আরও দুটি সুযোগ আছে। বাংলাদেশ যদি ১১৫ রানে পৌঁছানোর পরে চার মারতে পারে, তাহলে ১২.৩ ওভারের (৭৫ বল) মধ্যে জিতলেও বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যাবেন ‘টাইগার’-রা। একইভাবে ১১৫ রানে পৌঁছানোর পরে ছক্কা মেরে জিতলেও ১২.৫ ওভার (৭৭ বল) পর্যন্ত সময় পাবে বাংলাদেশ। সেক্ষেত্রেও নেট রানরেটের নিরিখে অস্ট্রেলিয়াকে ছাপিয়ে সেমিতে উঠে যাবে। (ছবি সৌজন্যে এপি) 3/6 তারইমধ্যে আফগানিস্তানের ইনিংসের পরে কিংসটাউনে বৃষ্টি শুরু হয়। বেশ জোরেই শুরু হয় বৃষ্টি। আর বৃষ্টির জন্য যদি ১৫ ওভারের ম্যাচ হয়, তাহলে ৭.২ ওভারের মধ্যে বাংলাদেশকে ৯৪ রান তাড়া করে জিততে হবে। সেটা যদি করতে পারে, তাহলে নেট রানরেটের নিরিখে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার থেকে এগিয়ে থাকবে বাংলাদেশ। আর পৌঁছে যাবে সেমিফাইনালে। আপাতত বৃষ্টি থেমে গিয়েছে। (ছবি সৌজন্যে এপি) 4/6 আফগানিস্তানের ক্ষেত্রে অবশ্য অঙ্কের কোনও জটিলতা নেই। বাংলাদেশকে হারালে সেমিফাইনালে উঠে যাবে। আর হেরে গেলে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। এমনকী আফগানিস্তান যদি সুপার ওভারে গিয়েও হেরে যায়, তাহলেও রশিদ খানদের সেমিফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যাবে। (ছবি সৌজন্যে এপি) 5/6 অস্ট্রেলিয়া কীভাবে উঠতে পারবে সেমিফাইনালে? আফগানিস্তান জিতলেই বিশ্বকাপ থেকে ছিটকে যাবে অস্ট্রেলিয়া। তাই সেমিতে ওঠার জন্য বাংলাদেশের জয় চাইছেন অজিরা। কিন্তু সেই জয়টা যেন দ্রুত না আসে, সেটাই চাইবেন তাঁরা। অঙ্ক অনুযায়ী, ১২.১ ওভারের পরে যদি জেতে বাংলাদেশ (চার ও ছক্কার অঙ্কটা না ধরে), তাহলে নেট রানরেট বেশি থাকার কারণে সেমিফাইনালে উঠে যাবেন। (ছবি সৌজন্যে এএফপি) 6/6 আপাতত সুপার এইটের গ্রুপ '১'-তে সেমিফাইনালে উঠে গিয়েছে ভারত। দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। ঝুলিতে আছে দু'পয়েন্ট। নেট রানরেট -০.৩৩১। দু'পয়েন্ট নিয়ে তিনে আছে আফগানিস্তান। নেট রানরেট -০.৬৫০। আর চারে আছে বাংলাদেশ। এখনও খাতা খোলেনি। নেট রানরেট -২.৪৮৯। (ছবি সৌজন্যে এপি)