বাংলা নিউজ >
ছবিঘর > Bangladesh Qualification Equation: জোড়া ম্যাচে ল্যাজেগোবরে হয়েও সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ, খোলা রয়েছে পথ- কীভাবে?
Bangladesh Qualification Equation: জোড়া ম্যাচে ল্যাজেগোবরে হয়েও সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ, খোলা রয়েছে পথ- কীভাবে? Updated: 23 Jun 2024, 12:42 AM IST Abhisake Koley India vs Bangladesh, T20 World Cup 2024 super 8 Points Table Updates: সুপার এইট রাউন্ডের ২টি ম্যাচে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ। যদিও তার পরেও সেমিফাইনালের রাস্তা খোলা রয়েছে বাংলাদেশের সামনে। 1/5 চলতি টি-২০ বিশ্বকাপের সুপার এইটের ২টি ম্যাচে ল্যাজেগোবরে হয়েছে বাংলাদেশ। তারা প্রথম ম্যাচে পরাজিত হয় অস্ট্রেলিয়ার কাছে। এবার দ্বিতীয় ম্যাচে ভারতের হাতে লাঞ্ছিত হতে হয় নাজমুল হোসেন শান্তদের। উল্লেখযোগ্য বিষয় হল, সুপার এইটের ২টি ম্যাচ হেরেও এখনও সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যায়নি বাংলাদেশ। বরং তারা এখনও শেষ চারের দৌড়ে টিকে রয়েছে। দেখে নেওয়া যাক বাংলাদেশ কীভাবে চলতি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারে। ছবি- এএফপি। 2/5 শনিবার অ্যান্টিগায় বাংলাদেশকে হারিয়ে ভারত গ্রুপ-ওয়ানের শীর্ষে ওঠে। টিম ইন্ডিয়া ২ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের নেট রান-রেট +২.৪২৫। অস্ট্রেলিয়া ১ ম্যাচে ২ পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের নেট রান-রেট +২.৪৭১। আফগানিস্তান ১ ম্যাচ খেলে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। তাদের নেট রান-রেট -২.৩৫০। বাংলাদেশ দুই ম্য়াচ খেলে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। তাদের নেট রান-রেট -২.৪৮৯। ছবি- এএফপি। 3/5 প্রথমত, অস্ট্রেলিয়া যদি তাদের শেষ ২টি ম্যাচে যথাক্রমে আফগানিস্তান ও ভারতের কাছে হেরে যায়, সেক্ষেত্রে তারা ২ পয়েন্টই আটকে থাকবে। ভারত সেক্ষেত্রে ৩টি ম্যাচ জিতে ৬ পয়েন্টে পৌঁছে যাবে এবং সেমিফাইনালে টিকিট নিশ্চিত করবে। অস্ট্রেলিয়াকে হারালে আফগানিস্তান ২ পয়েন্টে পৌঁছবে। ছবি- পিটিআই। 4/5 বাংলাদেশ যদি তাদের শেষ ম্যাচে আফগানিস্তানকে অভাবনীয় ব্যবধানে পরাজিত করে, সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট সংখ্যাও দাঁড়াবে ২। অর্থাৎ, গ্রুপ ওয়ানে ভারত যদি তাদের সব ম্যাচ জেতে এবং অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশ ১টি করে ম্যাচে জয় পায়, সেক্ষেত্রে বাংলাদেশের সামনে সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। ছবি- পিটিআই। 5/5 অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশ, এই তিন দলের পয়েন্ট সংখ্যা সমান (২ পয়েন্ট করে) হলে নেট রান-রেটের নিরিখে গ্রুপ থেকে দ্বিতীয় সেমিফাইনালিস্ট নির্ধারিত হবে। তিন দলের মধ্যে যাদের নেট রান-রেট বেশি হবে, তারা ভারতের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে যাবে। বাংলাদেশ যদি নেট রান-রেটে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে টেক্কা দিতে পারে, তবে শিকে ছিঁড়বে তাদের ভাগ্যে। ছবি- এপি।