1/6 বাংলাদেশে যে আন্দোলন কোটা বিরোধিতা নিয়ে ছাত্ররা শুরু করেছিলেন, যে আন্দোলনে শত শত বাংলাদেশির প্রাণ গিয়েছে, তা সেদেশের হাসিনা সরকার পতনে পরিণতি নিয়েছে। গোটা পর্ব ঘিরে নানান প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে, ষড়যন্ত্রের তত্ত্ব নিয়েও। প্রশ্ন উঠছে, এর নেপথ্যে কি বাইরের কোনও দেশের হাত ছিল? এনডিটিভির এক রিপোর্ট বলছে, বাংলাদেশ যখন অশান্ত তখন সেখানে ভারত বিরোধী ভুয়ো তথ্য ছড়ানোয় মদত দিয়েছে পাকিস্তানের গুপ্তচর বিভাগ আইএসআই। Photographer: Fabeha Monir/Bloomberg
2/6 'ডি ইনডেন্ট ডেটা' নামের এক ফ্যাক্ট চেকিং গোষ্ঠী দাবি করছে, ভারত বিরোধী বহু ভুয়ো তথ্য ইন্টারনেটে ছড়ানো হয়েছিল অশান্ত বাংলাদেশে। সেখানে একটি ভিডিয়ো পোস্ট করে বলা হয়েছে, বাংলাদেশের বিমানবন্দরে বাংলাদেশের সেনার উর্দি পরে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় সেনা। তবে সত্যিটা হল, তাঁরা বাংলাদেশের বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়ান। দাবি করছে সংস্থা। . (EPA-EFE)
3/6 আন্তর্জাতিক কনসারভেটিভ রাজনৈতিক বিশেষজ্ঞ শুভ্রকমল দত্ত বলছেন, ভারত বিরোধিতায় উস্কানি দিয়ে অশান্ত বাংলাদেশে বহু ভুয়ো খবর ছড়াতে সাহায্য করেছে পাকিস্তানের গুপ্তচর বিভাগ আইএসআই, পাকিস্তানি সেনা ও মিডিয়া। বহু সোশ্যাল মিডিয়া পোস্টেই সেই ধরনের ভুয়ো খবর ছড়ানোর তথ্য এসেছে বলে জানা যাচ্ছে। Hossain/File Photo
4/6 লন্ডনে বসবাসকারী জিও পলিটিক্যাল বিশেষজ্ঞ প্রিয়জিৎ দেবসরকার বলছেন,'১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৫৩ বছর আগে যা ঘটেছিল তা থেকে কিছুটা সান্ত্বনা পেতে প্রতিশোধমূলক কৌশল হিসাবে আন্তর্জাতিকভাবে ভারতীয় সুরক্ষা সংস্থাগুলির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য ভুল তথ্য এবং বিভ্রান্তিমূলক তথ্যের ব্যবহার করা হয়েছে।' '
5/6 এদিকে, কিছুদিন আগে শেখ হাসিনা দাবি করেছিলেন, ‘এক আমেরিকান সাহেব’ চাইছেন বাংলাদেশ, মায়ানমার, ভারতের উত্তর পূর্বকে ক্রিস্টান দেশ গড়ে তুলতে। এছাড়াও নিউজ ১৮ এর রিপোর্ট দাবি করছে, তাঁদের কাছে গোয়েন্দা সূত্রে খবর রয়েছে যে, পশ্চিমী বিশ্ব হাসিনার পতনের নেপথ্যের অন্যতম কারণ হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের নিয়ন্ত্রণ নিতে চিন বনাম আমেরিকার কি দড়ি টানাটানি চলছে? প্রশ্ন উস্কে দিয়েছে সেই রিপোর্ট।
6/6 এদিকে, বাংলাদেশের গোয়েন্দা রিপোর্টকে তুলে ধরে ইন্ডিয়া টুডে দাবি করেছে, বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের বাইরে পাকিস্তানের আইএসআই এর একটি বৈঠক হয়। সেটি সৌদি আরবে হয়েছে বলে তাদের দাবি। রিপোর্টের দাবি, লন্ডনে এই অশান্তির ব্লু প্রিন্ট তৈরি হয়েছে, যা উচ্ছেদ করেছে হাসিনা সরকারকে। তবে সমস্ত রিপোর্টের সামনে প্রশ্ন এখনও বহু থেকে যাচ্ছে।