সিয়াম আহমেদ ও শাম্মা রুশাফির কোল আলো করে আসছে নতুন অতিথি। এল সুখবর!
1/5বছর শেষের আগেই বিরাট সুখবর দিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা। বাবা হতে চলেছেন সিয়াম আহমেদ। স্ত্রী শাম্মা রুশাফির সঙ্গে আদুরে ছবি পোস্ট করে এই সুখবর ভাগ করে নিলেন অভিনেতা।
2/5তিন বছরের সুখী গৃহকোণ সিয়াম ও শাম্মার, আর এবার তাঁরা দু থেকে তিন হতে চলেছেন। প্রথমবার তারা পাচ্ছেন বাবা-মায়ের স্বাদ। খুশির বন্যায় ভাসছেন দুজনে।
3/5কবে মা হচ্ছেন শাম্মা? সেই নিয়ে স্পষ্ট করে কিছু জানানি সিয়াম। তবে ফেসবুকের দেওয়ালে খুদে অতিথির আগমন বার্তা দিয়ে তিনি লেখেন, দশটা ছোট্ট আঙুল, ছোট্ট দুই পা, ভালোবাসায় ভরপুর.. আমাদের পরিবারের সদস্য সংখ্যা বাড়ছে। মহামূল্যবান একটা আত্মা. খুব মিষ্টি আর নতুন, এই ছোট্ট জীবন… সত্যি জীবনের বড় একটা স্বপ্ন পূর্ণতা পেতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ'।
4/5২০১৮ সালের ১৪ই ডিসেম্বর নিকাহ সেরেছিলেন এই জুটি। এবার দাম্পত্য জীবনের নতুন অধ্যায়ের পথে পা বাড়াতে চলেছেন দুজনে।
5/5আপতত কাজ নিয়ে বেজায় ব্যস্ত হবু বাবা। গত ২৪ ডিসেম্বর সিয়াম আহমেদ অভিনীত বাবা-ছেলের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প নিয়ে সিনেমা ‘মৃধা বনাম মৃধা’ মুক্তি পেয়েছে। আগামী ৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে তাঁর অপর চর্চিত প্রোজেক্ট ‘শান’।