3/5এদিন মার্কিন মুলুক নিবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করলেন অপূর্ব। এদিন লাল টকটকে শাড়ি আর গয়নাতে দেখা মিলল শাম্মার। আর অপূর্ব পড়েছেন করেছেন পাঞ্জাবি-পায়জামা।
4/5বিয়ের পর সেদেশের সংবাদমাধ্যমকে অপূর্ব জানান, 'আলহামদুল্লিাহ, ছোট পরিসরে বিয়ের আয়োজন সম্পন্ন হলো। আপনারা সবাই আমাদের নতুন সম্পর্কের জন্য দোয়া করবেন।’ (ছবি-সংগৃহীত)
5/5এটি অপূর্বর তৃতীয় ও শাম্মার দ্বিতীয় বিয়ে। গত বছর নাজিয়া হাসান অদিতির সাথে দীর্ঘ ৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টানেন অপূর্ব। তার আগে ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব।