দু' মাস আগেই নতুন বিয়ে সেরেছেন বাংলাদেশের এই অভিনে... more
দু' মাস আগেই নতুন বিয়ে সেরেছেন বাংলাদেশের এই অভিনেত্রী।
1/5বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি বিয়ে করেন সেপ্টেম্বর মাসে। তার আগে চলতি বছরের মে মাসেই হয়েছিল বিবাহবিচ্ছেদ। তারপর ফের বাঁধা পড়েন ব্যবসায়ী-রাজনীতিবিদ কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে। ওমরাহ করতে যাওয়ার কথাও সোশ্যাল মিডিয়াতেই জানিয়েছিলেন তিনি।
2/5সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সৌদি আরব থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন মাহি। কালো বোরখায় মুড়ে রেখেছেন নিজের সারা শরীর। শুধু মুখটা খোলা। ক্যাপশনে লেখেন, শুকুর আলহামদুলিল্লাহ। সঙ্গে লাল হার্ট ইমোজি।
3/5তবে মক্কার পবিত্র শহরে গিয়ে স্বামীর সাথে এভাবে ঘনিষ্ঠ ছবি দেওয়া ভালো মনে নেয়নি নেটপাড়ার বড় একটা অংশ। নানা কুকথা শুনতে হয়েছে তাঁকে। কমেন্ট বক্সে নোংরা মন্তব্য করতেও ছাড়েননি কেউ কেউ।
4/5চলতি বছর মে মাসে প্রথম স্বামী অপুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবর জানিয়েছিলেন মাহি। ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে ২০১৬ সালে বিয়ে করেন তিনি। কিন্তু মাত্র ৫ বছরেই ভাঙল সেই সম্পর্ক।
5/5সেপ্টেম্বরেই সোশ্যাল মিডিয়ায় মাহি লিখেছিলেন, ১৩ সেপ্টেম্বর তিনি সকলকে সারপ্রাইজ দেবেন। তারপর থেকেই সবাই আঁচ করে নেয় বিয়ে করবেন তিনি। আর সেই মতো ১৩ সেপ্টেম্বর রাতেই নিজের বিয়ের ছবি পোস্ট করেন নায়িকা।