টেস্টের ইতিহাসে চূড়ান্ত লজ্জাজনক ‘রেকর্ড’ গড়লেন বাংলাদেশি তারকা।
1/4টেস্টের ইতিহাসে চূড়ান্ত লজ্জাজনক ‘রেকর্ড’ গড়লেন বাংলাদেশি তারকা এবাদত হোসেন। ১৩ টি টেস্টে (২০ ইনিংসে) তাঁর ব্যাটিং গড় ০.৮৮। যা কমপক্ষে ২০ টি ইনিংস খেলার পর টেস্ট কেরিয়ারের যে কোনও পর্যায়ের সর্বনিম্ন ব্যাটিং গড়। (ছবি সৌজন্যে এএফপি)
2/4এখনও পর্যন্ত মোট ১৩ টি টেস্টের ২০ টি ইনিংসে ব্যাট করতে নেমেছেন এবাদত। অপরাজিত থেকেছেন ১১ বার। মোট করেছেন আট রান। সর্বোচ্চ চার রান করেছেন। সেইসময় তাঁর ব্যাট থেকে এসেছিল একটি বাউন্ডারি। ৭৮ টি বল খেলেছেন। (ছবি সৌজন্যে এএফপি)
3/4ক্রিকেট পরিসংখ্যানবিদ কৌস্তুভ অর্থ গুডিপতির তথ্য অনুযায়ী, সেই লজ্জার তালিকায় দ্বিতীয় স্থানে জিম্বাবোয়ের প্রাক্তন পেসার পমি মবাঙ্গওয়া। একটা সময় টেস্টে তাঁর ব্যাটিং গড় (কমপক্ষে ২০ ইনিংস) ছিল ১.৩৩। কেরিয়ারের শেষে তা কিছুটা বেড়ে অবশ্য দাঁড়িয়েছিল দুই। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)
4/4তালিকায় তৃতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার ক্রিস মার্টিন। একটা সময় টেস্টে তাঁর ব্যাটিং গড় ছিল ১.৬৩। কেরিয়ারের শেষে তা কিছুটা বেড়ে দাঁড়িয়েছিল ২.৩৬। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)