Bank Bandh: জুনের শেষ সপ্তাহে সরকারি ব্যাঙ্কের কর্মীরা ধর্মঘটে যেতে পারেন। নয়টি ব্যাঙ্ক ইউনিয়নের যৌথ সংস্থা ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ) ধর্মঘটের হুমকি দিয়েছে। ২৭ জুন সোমবার ধর্মঘটের তারিখ নির্ধারণ করা হয়েছে।
1/4টানা ৩ দিনের ভোগান্তি: ধর্মঘটের ক্ষেত্রে গ্রাহকদের তাদের গুরুত্বপূর্ণ কাজ ২৪ জুন শুক্রবারের মধ্যে শেষ করতে হবে। এরপর ২৫ জুন মাসের চতুর্থ ও শেষ শনিবার, এই দিনে বেশিরভাগ ব্যাঙ্কে কাজ করার সম্ভাবনা নেই। ২৬ জুন রবিবার সাপ্তাহিক ছুটির দিন। একইসঙ্গে ২৭ জুন সোমবার ধর্মঘটের জেরে বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক।
2/4দাবি কী: অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA) এর সাধারণ সম্পাদক সিএইচ ভেঙ্কটাচালাম ইউএফবিইউ বৈঠকের পরে বলেছিলেন যে তাদের দাবিগুলির মধ্যে রয়েছে সমস্ত পেনশনভোগীদের জন্য পেনশন স্কিমের সংশোধন এবং জাতীয় পেনশন স্কিম বাতিল করা। এর পাশাপাশি সমস্ত ব্যাঙ্ক কর্মীদের জন্য পুরানো পেনশন স্কিম চালু করতে হবে বলে দাবি।
3/4অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের (AIBOC) সাধারণ সম্পাদক সৌম্য দত্ত বলেছেন যে সারা দেশে প্রায় সাত লাখ কর্মচারী ধর্মঘটে যোগ দেবেন।
4/4UFBU-এর অধীনে নয়টি ব্যাঙ্ক ইউনিয়নের মধ্যে রয়েছে। যার মধ্যে আছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন (AIBOC), অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA), ন্যাশনাল অর্গানাইজেশন অফ ব্যাঙ্ক ওয়ার্কার্সের (NOBW) মতো সংগঠন।