Bank Holidays from Raksha Bandhan 2022: আজ থেকে দেশের বিভিন্ন প্রান্তে বন্ধ থাকতে চলেছে। আগামী ২১ অগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে ১০ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। কবে, কোন শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে, তা জেনে নিন -
1/10১১ অগস্ট (বৃহস্পতিবার): রাখিপূর্ণিমার জন্য আমদাবাদ, ভোপাল, জয়পুর এবং শিমলায় ব্যাঙ্ক বন্ধ । (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/10১২ অগস্ট (শুক্রবার): রাখিপূর্ণিমার জন্য কানপুর এবং লখনউয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
3/10১৩ অগস্ট (শনিবার/দ্বিতীয় শনিবার): প্যাট্রিয়ট ডে'র জন্য ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। সেইসঙ্গে দ্বিতীয় শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)