All India Bank Strike: AIBEA জেনেরাল সেক্রেটারি জা... more
All India Bank Strike: AIBEA জেনেরাল সেক্রেটারি জানান, কোনও শনিবারে ব্যাঙ্কের শাখা পরিষেবা দিতে নারাজ ব্যাঙ্ককর্মী সংগঠনগুলি। সপ্তাহে ৫ দিন কর্মদিবসের নিয়ম কার্যকর করার দাবি তুলেছেন তাঁরা। ন্যাশানাল পেনশন সিস্টেম(NPS) বাতিলের দাবি তুলেছেন ব্যাঙ্ককর্মীরা। মোট ২ দিনের ধর্মঘট ডাকা হয়েছে।
1/8চলতি মাসের শেষে ব্যাঙ্কে কাজ রয়েছে? সেক্ষেত্রে জেনে রাখুন, আগামী ২৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ব্যাঙ্কের কাজ করতে গেলে সমস্যা হতে পারে। আসলে জানুয়ারির শেষে ২ দিনের জন্য দেশব্যাপী ব্যাঙ্ক বন্ধের ডাক দিয়েছে ব্যাঙ্ককর্মীদের সংগঠনগুলি। ফলে ঠিক কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে, তা আগে থেকে অবশ্যই জেনে রাখুন। ফাইল ছবি: পিটিআই (PTI)
2/8আগামী ২৮ জানুয়ারি মাসের চতূর্থ শনিবার। সেইদিন এমনিই ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর পাশাপাশি ২৯ জানুয়ারি রবিবার পড়েছে। ফলে সেইদিন স্বাভাবিকভাবেই ব্যাঙ্ক ছুটি। এর পরের দুই দিনই ব্যাঙ্কে ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ককর্মীদের সংগঠনগুলি। (ছবি সৌজন্য পিটিআই) (PTI)
3/8অর্থাত্, ৩০ এবং ৩১ তারিখ- সোম ও মঙ্গলবার ভারতজুড়ে ব্যাঙ্ক বন্ধ ডাকা হয়েছে। ফলে, টানা ৪ দিন শাখায় পরিষেবা পাবেন না গ্রাহকরা। ছবি: গুগল ক্যালেন্ডার (PTI)
4/8ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস(UFBU) এই ধর্মঘটের ডাক দিয়েছে। এটি একাধিক ব্যাঙ্ক ইউনিয়নের একটি একত্রিত সংগঠন। আগামী ৩০ ও ৩১ জানুয়ারি থেকে ব্যাঙ্ক ধর্মঘট হবে বলে জানিয়েছে UFBU । তাদের বিভিন্ন দাবিদাওয়ার বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই এই কর্মবিরতির সিদ্ধান্ত। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (PTI)
5/8এই বিষয়ে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের(AIBEA) জেনেরাল সেক্রেটারি সিএইচ ভেঙ্কটাচলম বলেন, 'চিঠিতে লিখিত দাবি জানানো সত্ত্বেও ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের(IBA) তরফে কোনও প্রতিক্রিয়াই মেলেনি। সেই কারণে গত বৃহস্পতিবার মুম্বইতে UFBU-এর একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। এরপরেই আগামী ৩০ ও ৩১ জানুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়।' ফাইল ছবি: এএনআই (PTI)
6/8AIBEA জেনেরাল সেক্রেটারি জানান, কোনও শনিবারে ব্যাঙ্কের শাখা পরিষেবা দিতে নারাজ ব্যাঙ্ককর্মী সংগঠনগুলি। সপ্তাহে ৫ দিন কর্মদিবসের নিয়ম কার্যকর করার দাবি তুলেছেন তাঁরা। সেই সঙ্গে পেনশন ব্যবস্থার ক্ষেত্রেও দাবি জানিয়েছেন ব্যাঙ্ককর্মীরা। ন্যাশানাল পেনশন সিস্টেম(NPS) বাতিলের দাবি তুলেছেন তাঁরা। এর পাশাপাশি বেতন কাঠামো, সমস্ত পদে নিয়োগ দ্রুত করা ইত্যাদি একাধিক দাবিদাওয়া রয়েছে কর্মী ইউনিয়নগুলির। ফাইল ছবি : মিন্ট (PTI)
7/8এর আগে গত ১৯ নভেম্বর ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিল অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। (ছবিটি প্রতীকী, হিন্দুস্তান টাইমস) (PTI)
8/8অবশ্য গ্রাহকদের যাতে সমস্যা না হয়, সেই বিষয়েও সচেতন থাকবে ব্যাঙ্ককর্মী সংগঠনগুলি। এর আগে বিভিন্ন অনুরূপ ধর্মঘটে কিছু কিছু শাখায় গ্রাহকদের জরুরি পরিষেবা জারি রেখেছেন ব্যাঙ্ককর্মীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (PTI)