Banking Rule Change in August: সামনের মাসে মোট ছুটি থাকবে ১৮ দিন, ব্যাঙ্কের এই নিয়মও বদলে যাচ্ছে অগস্টে
Updated: 31 Jul 2022, 02:58 PM IST১ আগস্ট থেকে পরিবর্তন হতে চলেছে আপনার ব্যাঙ্ক ও টাকা সংক্রান্ত বেশ কয়েকটি নিয়ম। চেকের মাধ্যমে অর্থ লেনদেনের নিয়ম পরিবর্তন করতে চলেছে ব্যাঙ্ক অফ বরোদা। আগস্ট মাসে ১৮ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। সিলিন্ডারের দামও নির্ধারিত হতে চলেছে মাসের প্রথম তারিখে, অর্থাৎ ১ল অগস্টে। আসুন জেনে নেই এই বদল বা নয়া নিয়মগুলো সম্পর্কে।
পরবর্তী ফটো গ্যালারি