১ আগস্ট থেকে পরিবর্তন হতে চলেছে আপনার ব্যাঙ্ক ও টাকা সংক্রান্ত বেশ কয়েকটি নিয়ম। চেকের মাধ্যমে অর্থ লেনদেনের নিয়ম পরিবর্তন করতে চলেছে ব্যাঙ্ক অফ বরোদা। আগস্ট মাসে ১৮ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। সিলিন্ডারের দামও নির্ধারিত হতে চলেছে মাসের প্রথম তারিখে, অর্থাৎ ১ল অগস্টে। আসুন জেনে নেই এই বদল বা নয়া নিয়মগুলো সম্পর্কে।
1/5ব্যাঙ্ক অফ বরোদার চেক পেমেন্টের নিয়ম ১ অগস্ট থেকে বদলে যাবে। RBI-এর নির্দেশিকা অনুসরণ করে ব্যাঙ্ক অফ বরোদা চেক পেমেন্ট নিয়ম পরিবর্তন করেছে। ব্যাঙ্ক অফ বরোদা তার গ্রাহকদের বলেছে যে ১ অগস্ট থেকে যে নিয়ম কার্যকর হবে, তাতে ৫ লক্ষ বা তার বেশি পরিমাণের চেকের অর্থ প্রদানের জন্য ‘পজিটিভ পে’ ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। এই ব্যবস্থা ছাড়া চেকটি পরিশোধ করা হবে না।
2/5‘পজিটিভ পে’ ব্যবস্থার অধীনে চেক প্রদানকারীকে চেকের সাথে সম্পর্কিত তথ্য সরবরাহ করতে হবে। এসএমএস, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং বা এটিএম-এর মাধ্যমে এই তথ্য দেওয়া যাবে। এতে চেক প্রদানকারীকে চেকের তারিখ, প্রাপকের নাম, অর্থপ্রদানের পরিমাণ, চেক নম্বরের মতো সমস্ত তথ্য দিতে হবে।
3/5উৎসব ও ছুটির কারণে অগস্ট মাসে ১৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কগুলো। জন্মাষ্টমী, রক্ষাবন্ধন, ১৫ই অগস্ট, গণেশ চতুর্থীর মতো উৎসবের কারণে অগস্টে ছুটি বেশি থাকে। অগস্টের ১৫ তারিখে লম্বা সপ্তাহান্তও আসবে।
4/5RBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া ছুটির তালিকা অনুযায়ী, রাজ্যগুলির ছুটির তালিকা আলাদা। এই উৎসব বা ছুটির দিনগুলি বিশেষ অনুষ্ঠানের উপর নির্ভর করে দেওয়া হয়। এই ছুটি সব রাজ্যে প্রযোজ্য নয়। রাজ্যগুলিতে অনুষ্ঠিত হওয়া উৎসব বা দিনের উপর নির্ভর করে।
5/5প্রতি মাসের ১ তারিখে গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়। ১ অগস্ট সরকারি খাতের জ্বালানি বিপণন সংস্থাগুলি সিলিন্ডারের দাম নির্ধারণ করবে। এবার কোম্পানিগুলো সেই হার বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।