বাগানে নির্বিঘ্নেই হল বারপুজো, ইস্টবেঙ্গলে বিতর্কের সুর, দেখুন ছবিতে বারপুজো
Updated: 15 Apr 2021, 05:56 PM ISTনববর্ষ মানেই হাল খাতা, নতুন জামাকাপড় আর বারপুজো। সঙ্গে জমিয়ে খাওয়াদাওয়া। কিন্তু করোনার জন্য সব কিছুই কেমন যেন থমকে রয়েছে। ময়দানে রীতি মেনে এ বার বারপুজো হলেও পুরনো সেই আবেগে কোথায় যেন উধাও হয়ে গিয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি