Bata Share Dividend: ফুটওয়্যার কোম্পানি বাটা ইন্ডিয়ার শেয়ারধারী বিনিয়োগকারীদের জন্য সুখবর! বাটা ইন্ডিয়া তার বিনিয়োগকারীদের ভালো পরিমাণের লভ্যাংশ দিতে চলেছে। ফুটওয়্যার কোম্পানির বোর্ড ২০২১-২২ আর্থিক বছরের জন্য প্রতিটি শেয়ারে ১০৯০ শতাংশ (শেয়ার প্রতি ৫৪.৫০ টাকা) লভ্যাংশ বা ডিভিডেন্ড সুপারিশ করেছে।
1/4সংস্থার বোর্ডের সুপারিশ অনুযায়ী, বাটা ইন্ডিয়ার এই লভ্যাংশের মধ্যে ৫০.৫০ টাকার বিশেষ লভ্যাংশও রয়েছে। শুক্রবার লেনদেন শেষে বম্বে স্টক এক্সচেঞ্জে সংস্থার শেয়ারের দাম ১৬৩৬.৭০ টাকা ছিল।
2/4বাটা ইন্ডিয়া ৫ টাকা ফেস ভ্যালুর প্রতিটি শেয়ারে ১০৯০ শতাংশ (৫৪.৫০ টাকা) মোট লভ্যাংশ সুপারিশ করেছে সংস্থার বোর্ড। কোম্পানির লভ্যাংশের মধ্যে এককালীন বিশেষ লভ্যাংশ ৫০.৫০ টাকা (১০১০%) এবং ৮০% (৪ টাকা) ফাইনাল ডিভিডেন্ড অন্তর্ভুক্ত রয়েছে।
3/4২০০৩ সালের ১০ জানুয়ারি বাটা ইন্ডিয়ার শেয়ার বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) ১৪.৮৭ টাকার স্তরে ছিল। কোম্পানির শেয়ার দর ২০২২ সালের ১৭ জুন তারিখে BSE-তে ১৬৩৬.৭০ টাকা ছিল। বাটা ইন্ডিয়ার শেয়ার এই সময়ের মধ্যে ১০ হাজার শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/4যদি একজন ব্যক্তি ২০০৩ সালের ১০ জানুয়ারি বাটা ইন্ডিয়ার শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করতেন এবং সেই শেয়ার ধরে রেখে দিতেন, তবে বর্তমানে এই শেয়ারের অর্থমূল্য ১.১ কোটি টাকা হত। বাটা ইন্ডিয়ার শেয়ারের ৫২-সপ্তাহের সর্বোচ্চ স্তর ২,২৬১.৬৫ টাকা। একই সময়ে, কোম্পানিটির শেয়ারের ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর ১,৫৫০ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)