বিরাট কোহলিরা ইংল্যান্ড সফরে থাকায় দ্বীপরাষ্ট্রের সীমিত ওভারের সিরিজের জন্য আলাদা দল বেছে নেন জাতীয় নির্বাচকরা।
1/6ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ধারাবাহিকতার পুরস্কার পেলেন দেবদূত পাডিক্কাল। আরসিবির তরুণ ওপেনার শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ডাক পেলেন।
2/6ঘরোয়া ক্রিকেটে বেশ কিছুদিন ধরেই রানের মধ্যে রয়েছে রুতুরাজ গায়কোয়াড়। তবে আইপিএল ২০২০ থেকে চেন্নাই সুপার কিংসের ঘরোয়া তারকা নজর কাড়েন সবার। পুরস্কার হিসেবে জাতীয় দলের টিকিট হাতে পেয়ে গেলেন।
3/6কেকেআরের নীতিশ রানা আশা প্রকাশ করেছিলেন যে, প্রথম সারির তারকাদের অনুপস্থিতিতে শ্রীলঙ্কা সফরের জাতীয় দলে ডাক পেতে পারেন। তাঁর প্রত্যাশা পূরণ হয়।
4/6আইপিএল নিলামে বিপুল টাকা দাম ওঠে কৃষ্ণাপ্পা গৌতমের। এবার জাতীয় দলে ঢুকে পড়ে তিনি বুঝিয়ে দিলেন নিজের গুরুত্ব।
5/6দু'বার জাতীয় স্কোয়াডে সুযোগ পেয়েও ফিটনেস টেস্টে পাশ করতে না পারায় ছিটকে যেতে হয় বরুণ চক্রবর্তীকে। কেকেআরের রহস্য স্পিনার ফের সুযোগ পেলেন শ্রীলঙ্কা সফরের জাতীয় দলে।
6/6ব্যক্তিগত জীবনে বছরটা দুঃস্বপ্নের হলেও চেতন শাকারিয়ার ক্রিকেট কেরিয়ার স্বপ্নের মতো কাটছে। কয়েক মাসের ব্যবধানে ভাই ও বাবাকে হারানো সাকারিয়া আইপিএলের পারফর্ম্যান্স দিয়ে জাতীয় দলে জায়গা করে নিলেন।