‘কোচ-নির্বাচক-অধিনায়কের মধ্যে কোনও ঝামেলাই নেই…’! বিতর্কের মুখে ড্যামেজ কন্ট্রোলে রাজীব শুক্লা…
Updated: 14 Jan 2025, 10:00 AM ISTবিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা বলছেন, ‘কোচের সঙ্গে নির্বাচক কমিটির চেয়ারম্যানের (অজিত আগরকরের) কোনওরকম মতানৈক্য বা বিভেদ নেই। কোচের সঙ্গে অধিনায়কেরও কোনও রকম ঝামেলা নেই। এটা কিছু সংবাদমধ্যম ভুল রটিয়েছে। দল কীভাবে সামনে আরও ভালো পারফরমেন্স করতে পারে, সেই নিয়ে আমরা আলোচনা করেছি রিভিউ মিটিংয়ে ’।
পরবর্তী ফটো গ্যালারি