সুশীল, সিন্ধুর পর তৃতীয় ভারতীয় হিসাবে পরপর দুই Olympics-এ পদক, তবে নীরজের সাফল্যের ধারেকাছে নেই বাকিরা, লিখেছেন ইতিহাস
Updated: 09 Aug 2024, 09:00 AM ISTকোনও ভারতীয় পরপর দুটি অলিম্পিক্সে সোনা এবং রুপো জিততে পারেননি। প্রথম ভারতীয় হিসেবে সেই নজির গড়লেন নীরজ। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে সোনা জেতার পরে ২০১২ সালে লন্ডনে কোনও পদক পাননি অভিনব বিন্দ্রা। নীরজ প্রবল প্রত্যাশার চাপ সামলে সোনার পরে রুপো জিতলেন।
পরবর্তী ফটো গ্যালারি