জীবিত প্রথম স্ত্রী। তবুও দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে অরুণ লাল। জীবনে দ্বিতীয় বার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ময়দানের লালজী। ৬৬ বছর বয়সি প্রাক্তন এই ভারতীয় ক্রিকেট তারকার পাত্রীর বয়স ৩৭। ভালোবাসার সামনে অবশ্য বয়স কোনও বাধাই হয়নি।
1/7ফের বিয়ের পিঁড়িতে অরুণ লাল। সোমবার অর্থাৎ আজ বাংলার বর্তমান কোচের দ্বিতীয় বিয়ে তাঁর দীর্ঘদিনের বান্ধবী বুলবুল সাহার সঙ্গে। গতকাল রাতেই অবশ্য রেজিস্ট্রি হয়ে গিয়েছে অরুণলাল-বুলবুলের। রেজিস্ট্রির একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পাত্রী নিজেউ। সঙ্গে তিনি লিখেছেন, ‘অফিশিয়ালি মিসেস লাল, পরিবার ও বন্ধুবান্ধবদের ধন্যবাদ জানাই এই সমর্থনের জন্য।’
2/7৩৭ বছর বয়সী বুলবুল সাহাকে বিয়ে করছেন অরুণ লাল। নিজের বয়স ৬৬ বছর। তবে বয়সের ব্যবধান ভালোবাসার মাঝে বাধা হয়নি। বুলবুল, অরুণ লালের দীর্ঘদিনের বান্ধবী।
3/7ইতিমধ্যেই মুখের ক্যানসার জয় করেছেন অরুণ লাল। তার পরেই নতুন করে জীবনের দ্বিতীয় পর্ব শুরু করলেন বুলবুলের সঙ্গে। দু'জনের আলার হয় এক কমন ফ্রেন্ডের পার্টিতে।
4/7অরুণ লাল বর্তমানে বাংলা দলের কোচ। তাঁর প্রশিক্ষণেই বাংলা এ বার রঞ্জি কোয়ার্টার ফাইনালে উঠেছে, আগে ফাইনালেও খেলেছে।
5/7এটি অরুণ লালের দ্বিতীয় বিয়ে। তাঁর প্রথম স্ত্রী অসুস্থ, তবে তাঁর অনুমতি নিয়েই দীর্ঘদিনের বান্ধবী বুলবুলকে বিয়ের সিদ্ধান্ত অরুণের।
6/7অরুণ লাল ও বুলবুলের বিয়ের রিসেপশনে উপস্থিত থাকার কথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়েরও।
7/7বুলবুল বলছেন, ‘সত্যিই আজ খুব ভাল লাগছে। অত্যন্ত আনন্দের ও সুন্দর এই অনুভূতি। একে-অপরকে এতদিন ভালবেসেছি। সেই সম্পর্ক এবার বিয়েতে পরিণত হয়েছে। মানুষ অরুণ লাল আমার কাছে সবচেয়ে প্রিয় তাঁর নম্রতা ও সারল্যের জন্য। একেবারে মাটির মানুষ। পশু-পাখি বড্ড ভালবাসে।'