বাংলা নিউজ > ছবিঘর > সাত পাকে বাধা পড়ার আগেই রেজিস্ট্রি সারেন অরুণ লাল, দেখে নিন সেই অনুষ্ঠানের ছবি

সাত পাকে বাধা পড়ার আগেই রেজিস্ট্রি সারেন অরুণ লাল, দেখে নিন সেই অনুষ্ঠানের ছবি

জীবিত প্রথম স্ত্রী। তবুও দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে অরুণ লাল। জীবনে দ্বিতীয় বার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ময়দানের লালজী। ৬৬ বছর বয়সি প্রাক্তন এই ভারতীয় ক্রিকেট তারকার পাত্রীর বয়স ৩৭। ভালোবাসার সামনে অবশ্য বয়স কোনও বাধাই হয়নি।