England- ভারতের বিপক্ষে ODI সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরলেন রুট, নেই আনফিট স্টোকস...
Updated: 22 Dec 2024, 04:56 PM ISTহ্যামস্ট্রিংয়ে চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখা হল না বেন স্টোক্সকে। অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপজয়ী স্যাম কারানকে দলে না রেখে জেমি ওভার্টনকে দলে রেখেছে ব্রেন্ডন ম্যাকালামরা। শুধু তাই নয়, আরেক অলরাউন্ডার উইল জ্যাকসেরও জায়গা হয়নি ভারতের বিপক্ষে স্কোয়াডে আব চ্যাম্পিয়ন্স ট্রফির দলে।
পরবর্তী ফটো গ্যালারি