সোমবার সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে বেন স্টোকস জানিয়ে দেন, মঙ্গলবারই তিনি শেষবার ইংল্যান্ডের হয়ে ওয়ান ডে ক্রিকেটে মাঠে নামবেন। ডারহ্যামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ খেলার পরেই তিনি ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নেবেন।
1/6স্টোকস ইংল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত ১০৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছেন। ৩৯.৪৪ গড়ে ২৯১৯ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ৩টি, হাফ-সেঞ্চুরি করেছেন ২১টি। বল হাতে উইকেট নিয়েছেন ৭৪টি।
2/6স্টোকসের কেরিয়ারের সব থেকে স্মরণীয় মুহূর্ত নিঃসন্দেহে ইংল্যান্ডকে ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপ জেতানো। ফাইনালে তাঁর অপরাজিত ৮৪ রানের সুবাদেই ইংল্যান্ড সুপার ওভারে টেনে নিয়ে যায় লড়াই। শেষমেশ নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে তারা। বিশ্বকাপ ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ হন স্টোকস।
3/6বেন স্টোকস সেই গুটিকয়েক ক্রিকেটারদের মধ্যে একজন, যিনি আন্তর্জাতিক ম্যাচে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হয়ে মাঠ ছাড়েন। ২০১৫ সালে লর্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করার সময় স্টার্কের ছোঁড়া বল হাত দিয়ে আটকে দিয়েছিলেন স্টোকস। ফিল্ড আম্পায়াররা সফট সিগন্যালে আউট দেননি। তবে তৃতীয় আম্পায়ার স্টোকসকে ফিল্ডিংয়ে বাধা সৃষ্টি করার দায়ে সাজঘরে ফেরার নির্দেশ দেন।
4/6স্টোকস ওয়ান ডে ম্যাচে ৯৯ রানে আউট হওয়া হাতে গোনা ক্রিকেটারদের মধ্যেও জায়গা করে নেন। ২০২১ সালে পুণেতে ভারতের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে তিনি ব্যক্তিগত ৯৯ রানের মাথায় ভুবনেশ্বর কুমারের বলে পন্তের দস্তানায় ধরা পড়েন।
5/6পরপর ৪টি আন্তর্জাতিক ইনিংসে শূন্য রানে আউট হওয়ারও নজির রয়েছে বেন স্টোকসের। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিরুদ্ধে ব্যাট হাতে মাঠে নেমে পরপর চারটি ইনিংসে শূন্য করেছিলেন তিনি।
6/6২০১৯ বিশ্বকাপে আদিল রশিদের বলে দক্ষিণ আফ্রিকার ফেলুকওয়াওয়ের যে ক্যাচটি ধরেন বেন স্টোকস, তা ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ক্যাচ হিসেবে বিবেচিত হয়।