জাতীয় শিক্ষা নীতিতে বাকি দেশে চার বছরের স্নাতক কোর্স চালু হয়েছে ইতিমধ্যেই। এবার কেন্দ্রীয় নীতি মেনে রাজ্যেও চালু হচ্ছে চার বছরের স্নাতক কোর্স। ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের মেনে উচ্চশিক্ষা দফতর এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে সম্প্রতি। রাজ্যের সবকটি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে এই নির্দেশিকা পাঠানো হয়েছে।
1/5চার বছরের স্নাতক কোর্স সংক্রান্ত উচ্চশিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, আসন্ন শিক্ষা বর্ষ থেকেই এই নিয়ম চালু করতে হবে। এবছর উচ্চমাধ্যমিকে পাশ করে যে পড়ুয়ারা কলেজে ভরতি হবেন, তাঁরা চারবছরের স্নাতক কোর্সে ভরতি হবেন। এই ব্যবস্থায় একাধিক এন্ট্রি ও এক্সিটের বিকল্প থাকবে। তা ছাড়া আন্ডারগ্র্যাজুয়েট স্তরে পড়াশোনায় ভোকেশনাল ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট, ইন্টার্নশিপ ইত্যাদিও সংযুক্ত করা হচ্ছে। (HT_PRINT)
2/5এদিকে এবছর কলেজে ভরতি প্রক্রিয়াতেও বদল আসছে। গতবছরই কেন্দ্রীয়ভাবে একই পোর্টালের মাধ্যমে রাজ্যে সমস্ত সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভরতি করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে পরে সেই পরিকল্পনা স্থগিত করা হয়েছিল। তবে এই শিক্ষাবর্ষ থেকেই একই পোর্টালের মাধ্যমে পড়ুয়ারা রাজ্যের যেকোনও সরকারি কলেজে ভরতির জন্য আবেদন জানাতে পারবেন বলে জানা গিয়েছে। (HT_PRINT)
3/5এবার ১৪ মার্চ থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলবে ২৭ মার্চ পর্যন্ত। এরপর যাঁরা স্নাতকস্তরে কলেজে ভরতি হতে চাইবেন, তাদের আর কলেজে কলেজে গিয়ে ফর্মের লাইনে দাঁড়াতে হবে না। অবশ্য বিগত কয়েক বছর ধরেই রাজ্যের সমস্ত কলেজেই অনলাইন প্রক্রিয়ায় পড়ুয়া ভরতি শুরু হয়েছে। এবার অবশ্য হতে তা কেন্দ্রীয় ভাবে একই পোর্টালের মাধ্যমে। (HT_PRINT)
4/5এর আগে গতবছর কেন্দ্রীয়ভাবে কলেজে ভরতি প্রক্রিয়া সম্পন্ন করতে চেয়েছিল সরকার। তবে তার জন্য যে পোর্টাল তৈরি করতে হত, তার জন্য যথেষ্ঠ সময় হাতে ছিল না। তাই সেই পরিকল্পনা স্থগিত করতে হয়েছিল সরকারকে। তবে এবার অনলাইন পোর্টালের মাধ্যমে স্নাতকস্তরে পড়ুয়াদের ভরতি করার ব্যবস্থা করছে শিক্ষা দফতর। (HT_PRINT)
5/5এর আগে গতবছর উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়ে যাওয়ার পরও পোর্টাল সঠিক ভাবে গোড়ে তোলা সম্ভব হয়নি। এই আবহে ভরতি প্রক্রিয়া ত্রুটি থাকার আশঙ্কা থেকেই কেন্দ্রীয় ভাবে ভরতি প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল। তবে গতবছরের খামতিগুলি মিটিয়ে এবছর প্রস্তুত শিক্ষা দফতর। তাই এবছর কেন্দ্রীয়ভাবে স্নাতকস্তরে কলেজে ভরতি নেওয়ার ক্ষেত্রে আরও কোনও বাধা থাকবে না বলেই আশা করা হচ্ছে। (HT_PRINT)