বাংলা নিউজ > ছবিঘর > Bengal College admission & UG Updates: বাংলায় এবার আর ৩ বছরে মিলবে না স্নাতক ডিগ্রি, নিয়ম বদলের বড় সিদ্ধান্ত সরকারের

Bengal College admission & UG Updates: বাংলায় এবার আর ৩ বছরে মিলবে না স্নাতক ডিগ্রি, নিয়ম বদলের বড় সিদ্ধান্ত সরকারের

জাতীয় শিক্ষা নীতিতে বাকি দেশে চার বছরের স্নাতক কোর্স চালু হয়েছে ইতিমধ্যেই। এবার কেন্দ্রীয় নীতি মেনে রাজ্যেও চালু হচ্ছে চার বছরের স্নাতক কোর্স। ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের মেনে উচ্চশিক্ষা দফতর এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে সম্প্রতি। রাজ্যের সবকটি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে এই নির্দেশিকা পাঠানো হয়েছে।