আজ বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। আগামী কয়েকদিনে এই ঘূর্ণাবর্তই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় মোখায় পরিণত হতে পারে। তবে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলা বা পূর্ব উপকূলে পড়বে কিনা, তা নিয়ে এখনও মুখ খোলেনি মৌসম ভবন। এরই মাঝে পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আলিপুর হাওয়া অফিস।
1/6হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি জারি থাকবে। এই আবহে আগামী তিনদিন উত্তরের সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরের সব জেলাতেই বৃষ্টি হবে। এরপর আগামিকাল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ঝড়বৃষ্টি হবে।
2/6এরপর আগামী ৮ তারিখ উত্তরের উপরের পাঁচ জেলা - দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি জারি থাকবে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। সেদিনও উত্তরের সবকটি জেলায় জারি হলুদ সতর্কতা। বৃষ্টি না হলেও সেদিন ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এরপর ৯ ও ১০ তারিখ উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলায় বৃষ্টি হবে। বাকি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
3/6দক্ষিণবঙ্গে আজ সবকটি জেলাতেই বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত ভাবে। তবে আগামিকাল শুধুমাত্র উত্তর ও দক্ষিণ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাই শুষ্ক থাকবে। এরপর নতুন সপ্তাহের প্রথম তিনদিন দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে বলেই আপাতত জানিয়েছে হাওয়া অফিস।
4/6আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গে আপাতত কোথাও কোনও সতর্কতা জারি করা হয়নি। কোথাও আপাতত তাপপ্রবাহের আভাসও দেওয়া হয়নি। তবে আজ পশ্চিমের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়ে যেতে পারে।
5/6আজ শনিবার কলকাতা ও আশেপাশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। এর আগে গতকাল শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি নীচে। আজ শনিবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
6/6এদিকে আজ দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। আগামিকাল, ৭ মে, রবিবার এই ঘূর্ণাবর্ত পরিণত হবে নিম্নচাপে। পরশু, সোমবার, ৮ মে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। সেদিন এই সিস্টেমটা উত্তরের দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগরে পৌঁছবে। এরপর মঙ্গলবার, ৯ মে, এই গভীর নিম্নতাপ মধ্য বঙ্গোপসাগরে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। হাওয়া অফিস জানিয়েছে, সিস্টেমটি নিম্নচাপে পরিণত হলে এর গতিপথের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।