সাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি আগামী কয়েকদিনে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে এর জেরে বাংলায় স্বস্তির কোনও খবর নেই। বরং আগামী তিনদিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস দিল হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ অনুভূত হবে।
1/5হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামিকাল, ৯ মে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলবে। ১০ তারিখ সেই পারদ আরও চড়ে ৪১ ডিগ্রি সেলসিয়াস হবে। সেদিন তাপপ্রবাহে পুড়বে কলকাতা। এর জেরে শহরে জারি থাকবে হলুদ সতর্কতা। এরপর আগামী কয়েকদিন পারদ কিঞ্চিৎ কমতে পারে শহরে। তবে অস্বস্তিকর গরম বজায় থাকবে। (PTI)
2/5এদিকে আগামিকাল, ৯ মে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুলগি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূমে। এই জেলাগুলিতে আগামিকালকের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোথাও তাপমাত্রা স্বাবাবিকের থেকে বেশি থাকবে। তবে বাকি জেলাগুলিতে আগামিকাল তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে না। (PTI)
3/5তবে ১০ মে, বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর জেরে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং মুর্শিদাবাদে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। (PTI)
4/5এরপর আগামী ১১ মে, তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে মূলত পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূমে হলুদ সতর্কতা জারি থাকবে এর জেরে। বাকি জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। তবে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই। (PTI)
5/5হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় দখিনাবাতাস প্রবেশ করবে না পশ্চিমবঙ্গে। এর বদলে উত্তর পশ্চিম দিক থেকে গরম ও শুষ্ক বাতাস প্রবেশ করবে রাজ্যে। এর জেরে রাজ্যে তাপমাত্রা বৃদ্ধি পাবে আগামী কয়েকদিন। এরপর আগামী ১৩ তারিখ কলকাতায় বজ্রবিদ্যুৎ সহহালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে দেখা যাচ্ছে আরএমসি ওয়েবসাইটে। (PTI)