Kolkata Weather Today: দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হলেও কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি হয়নি বিগত কয়েকদিনে। এরই মাঝে কলকাতার তাপমাত্রা চড়ছে তড়তড়িয়ে। এহেন পরিস্থিতিতে কলকাতাতে তাপপ্রবাহের শঙ্কা দেখা দিয়েছে।
1/4উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহাত থাকলেও স্বস্তি নেই দক্ষিণে। এই পরিস্থিতিতে এবার কলকাতায় তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। (AP)
2/4রবিবার কলকাতা ও আশেপাশের এলাকার তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসও ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওা দফতর। (AP)
3/4এর আগে শনিবার কলকাতা এবং সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। এদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। (AP)
4/4এদিকে উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং সঙ্গে সিকিমের কয়েকটি জায়গায় ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে আজকেও। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (AP)