ডিএ আন্দোলনকারীদের নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করে এবার পালটা তোপের মুখে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বিধাননগর পুরসভার একটি অনুষ্ঠানে গিয়ে গতকাল মন্ত্রী মন্তব্য করেন, 'না পোষালে রাজ্য সরকারি কর্মীরা যেন চাকরি ছেড়ে কেন্দ্রের চাকরি করেন।' এর জবাবে এবার আন্দোলনকারীরা পালটা ক্ষোভ উগরে দিলেন ফিরহাদের প্রতি।
1/6ডিএ নিয়ে ফিরহাদের মন্তব্যের প্রেক্ষিতে পুরসভার এক সরকারি কর্মচারী সংবাদমাধ্যমে বলেন, 'আপনি যদি বেতন না দিতে পারেন, তাহলে চেয়ার ছলে চলে যান। কর্মচারীরা ৬০ বছর পর্যন্ত মাথা উঁচু করে থাকবে। আপনার মতো পাঁচবছর পরপর নিজের কুর্সি বাঁচানোর জন্য হাতজোড় করে জনগণের কাছে ভিক্ষা চাইতে যাবে না। তাই যত এরকম বাজে কথা বলবেন, এ আন্দোলন তত আরও তীব্র হবে। আপনি পাপে আকণ্ঠ পরিপূর্ণ। তাই আপনাকে আদালতে যেতে হয়। কোনও কর্মচারীকে কোর্টে যেতে হয় না।' (PTI)
2/6উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষার মাঝেই গতকাল দুই ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত পেন-ডাউন রাখেন সরকারি কর্মীদের একাংশ। এই আবহে ডিএ আন্দোলনকারীদের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দেন ফিরহাদ। মঙ্গলবার বিধাননগরের ৩৫ নম্বর ওয়ার্ডে ‘আশ্রয় প্রকল্প’-এ বাড়ি উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, 'ডিএ নিয়ে এখন অনেক কথা হচ্ছে। মানুষের কাছে কোনটা অগ্রাধিকার হওয়া উচিত? যারা অবহেলিত এবং বঞ্চিত, তাদের মুখে ভাত তুলে দেওয়া? নাকি যারা অনেক পাচ্ছে তাদের আরও বেশি পাইয়ে দেওয়া?' (PTI)
3/6এদিকে ফিরহাদ আরও বলেন, 'যারা অনেক পায়, তাদের আরও পাইয়ে দেওয়া আমার কাছে পাপ বলে মনে হয়। আমি বলছি, না পোষায় ছেড়ে দিন না। কেন্দ্রীয় সরকার যখন অনেক টাকা দিচ্ছে, সেখানে গিয়ে কাজে যোগ দিন। আমি কোনও বহুজাতিক সংস্থার ক্লার্ক নই। বহুজাতিক সংস্থার কোনও বাবু নই, আধিকারিক নই। ট্যাক্সের টাকা দিয়ে আমার মাইনে হয়, আমি মানুষের সেবা করি। সেই ব্রতটা সবার আগে দরকার।' (PTI)
4/6উল্লেখ্য, প্রথম থেকেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করার দাবি ছিল সরকারি কর্মীদের। পাশাপাশি বকেয়া ডিএ মেটানোর দাবিও উঠেছে সরকারি কর্মীদের তরফে। তবে এরই মাঝে আদালতে চলছে সেই মামলা। এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের ক্ষোভ কমাতে বাজেটে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। (PTI)
5/6এই বর্ধিত মহার্ঘ ভাতা ২০২৩ সালের মার্চ থেকে কার্যকর হবে। রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মচারী এবং পেনশনভোগীরা এর লাভ পাবেন। এর আগে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় তিন শতাংশ ডিএ পান। নয়া ঘোষণার ফলে রাজ্য সরকারি কর্মচারীরা ছয় শতাংশ ডিএ পাবেন। (PTI)
6/6আন্দোলনরত সরকারি কর্মচারীদের বক্তব্য, এই পে কমিশনের প্রথম থেকেই সরকার ৬ শতাংশ ডিএ বলে ঘোষণা করে আসছে, সেটা মিথ্যা। সরকার এইচআর-এর টাকা ১৫ শতাংশ থেকে ৩ শতাংশ কমিয়ে ১২ করেছে। সেটাই ডিএ বলে চালাচ্ছে। ওটা আসলে ডিএ নয়। সরকারি কর্মীদের অভিযোগ, তাঁরা কোনও ডিএ-এই পাচ্ছিলেন না। এখন ৩ শতাংশ ঘোষণা করল। তাঁরা ৩৯ শতাংশ ডিএ চাইছেন। (PTI)