6th Pay Commission DA Protest: 'ডিম-ভাত ছাড়াই জমায়েত', ডিএ আন্দোলনে অভাবনীয় দৃশ্য, হতবাক গোটা বাংলা
Updated: 06 Mar 2023, 09:14 AM ISTডিএ আন্দোলনের মঞ্চে একসঙ্গে এসে বসেছেন বিজেপি, কংগ্রেস, বাম নেতারা। বাংলার রাজনীতিতে এ এক দৃষ্টান্তমূলক দৃশ্য। শুধু তাই নয়, ১০ মার্চের ধর্মঘটের নাম করে গতকাল যে জনসমাবেশ হল, তা নিয়ে আপ্লুত ডিএ আন্দোলকারীরা। গতকাল শহিদ মিনারে আগত নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মী বলেন, 'ডিম-ভাতের লোভে এখানে কেউই আসেনি।' এদিকে এই সমাবেশ নিয়ে পালটা কটাক্ষ তৃণমূলের।
এদিকে ডিএ আন্দোলনকে সিপিএম, কংগ্রেস, বিজেপির নামে বিভাজন না করার অনুরোধ করেছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। কৌস্তভ বলেন, ‘মুখ্যমন্ত্রী যদি তাঁর মন্ত্রীদের একটু কম খেতে বলতেন তাহলেই কেন্দ্রীয় হারের থেকে বেশি হারে ডিএ দেওয়া যেত। মুখ্যমন্ত্রী তো তাদের একটু কম খেতে বলছেন না।’ তিনি আন্দোলনরত সরকারি কর্মীদের উদ্দেশে আরও বলেন, '৯ মার্চ ধর্মঘটের আগের দিন নবান্ন থেকে যে সার্কুলার বেরোবে সেটাকে প্রাতঃকৃত্যের সময় পাশ্চাত্য সভ্যতার মতো ব্যবহার করবেন।'