6th Pay Commission DA Protest: 'ডিম-ভাত ছাড়াই জমায়েত', ডিএ আন্দোলনে অভাবনীয় দৃশ্য, হতবাক গোটা বাংলা
Updated: 06 Mar 2023, 09:14 AM ISTডিএ আন্দোলনের মঞ্চে একসঙ্গে এসে বসেছেন বিজেপি, কংগ্রেস, বাম নেতারা। বাংলার রাজনীতিতে এ এক দৃষ্টান্তমূলক দৃশ্য। শুধু তাই নয়, ১০ মার্চের ধর্মঘটের নাম করে গতকাল যে জনসমাবেশ হল, তা নিয়ে আপ্লুত ডিএ আন্দোলকারীরা। গতকাল শহিদ মিনারে আগত নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মী বলেন, 'ডিম-ভাতের লোভে এখানে কেউই আসেনি।' এদিকে এই সমাবেশ নিয়ে পালটা কটাক্ষ তৃণমূলের।
পরবর্তী ফটো গ্যালারি