বাংলা নিউজ > ছবিঘর > বাংলার মুখ > 6th Pay Commission Show Cause Notice: সরকারি চোখ রাঙানিকে তোয়াক্কা নয়, শোকজ নোটিশের জবাবে কী বলছেন ডিএ আন্দোলনকারীরা?

6th Pay Commission Show Cause Notice: সরকারি চোখ রাঙানিকে তোয়াক্কা নয়, শোকজ নোটিশের জবাবে কী বলছেন ডিএ আন্দোলনকারীরা?

কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে গত ১০ মার্চ জেলায় জেলায় ধর্মঘটে সামিল হয়েছিলেন রাজ্য সরকারি কর্মীদের একটা বড় অংশ। ধর্মঘটী সেই সরকারি কর্মীদের শোকজ নোটিশ পাঠানো হচ্ছে সরকারের তরফে। সেই নোটিশের জবাবে পালটা কড়া জবাব লিখছেন সরকারি কর্মীরা। সরকারি নোটিশের তোয়াক্কা না করে ধর্মঘটীদের জবাব, 'ঠিক করেছি।'