Abhishek Banerjee on DA Strike: মহার্ঘ ভাতার (ডিএ) দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা যে ধর্মঘট পালন করছেন, তা নিয়ে আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করলেন, 'মানুষকে মারা হয়েছে।' কী কী বললেন, তা দেখে নিন -
1/5মহার্ঘ ভাতা (ডিএ)) নিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা প্রশাসনিক ধর্মঘট পালন করছেন। তা নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি আক্রমণ শানালেন সেই রাজ্য সরকারি কর্মচারীদের, যাঁরা ধর্মঘটে অংশগ্রহণ করেছেন। অভিষেক দাবি করলেন, মানুষকে মারা হয়েছে। নিজেদের স্বার্থে ডিএ নিয়ে ধর্মঘট করা হচ্ছে। (ছবি পিটিআই ফাইল এবং সৌজন্যে এএনআই)
2/5শুক্রবার বজবজে চড়িয়াল সেতুর উদ্বোধনে এসে অভিষেক বলেন, ‘(এই সেতু উদ্বোধন) এমন একটা দিনে হচ্ছে, যেদিন ১০ মার্চ। একদিকে যে ডিএ আন্দোলনকারীরা ধর্মঘট ডেকেছেন, তা আপনারা জানেন। তাঁদের মৌলিক অধিকার। তাঁরা (ধর্মঘট) ডাকতেই পারেন। যদিও এই কর্মনাশা এবং ধর্মনাশা বনধ আর বাংলার মানুষ সমর্থন করেন না।’ (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
3/5অভিষেক আরও বলেন, ‘সেই দিনেই একটি সরকারি অনুষ্ঠান থেকে ডায়মন্ড হারবারের মাটি থেকে ৫২,০০০ কোটি টাকার একটি ব্রিজের উদ্বোধন হচ্ছে, সেই বাধা-বিপত্তি পেরিয়ে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে বাংলার ১০ কোটি মানুষের কথা ভেবে উন্নয়নের জন্য নিজেদের নিমজ্জিত করেছেন, তাঁদের আমি কুর্নিশ করছি।’ (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
4/5নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের রাজ্য সরকারি কর্মচারীদের প্রশংসা করেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, ‘যেখানে বিভিন্ন কর্মসূচি হচ্ছে, অবরোধ হচ্ছে, বনধের জন্য হুমকি দেওয়া হচ্ছে, সাধারণ মানুষকে ঝান্ডা দিয়ে মারা হচ্ছে, গাড়ির উপর আক্রমণ করা হচ্ছে, সেই অবস্থায় দাঁড়িয়ে (এখানকার) সেই সরকারি কর্মচারীরা নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার মানুষের জন্য কাজ করেছেন।’ (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
5/5বকেয়া ডিএ এবং কেন্দ্রীয় হারে ডিএ-সহ একাধিক দাবিতে আজ প্রশাসনিক ধর্মঘট পালন করছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। যদিও রাজ্য সরকারের দাবি, ধর্মঘট সফল হয়নি। বরং উপস্থিতির হার মোটামুটি ঠিক ছিল। সরকারের সেই দাবি অবশ্য উড়িয়ে দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা। (ছবি সৌজন্যে এএনআই)