Bagdogra to Bengaluru Flight: বাগডোগরা থেকে এক বিমানেই পৌঁছে যাবে বেঙ্গালুরুতে। বাংলা নববর্ষের গোড়ার দিকেই সেই পরিষবা চালু করবে আকাসা এয়ার। সেই বিমানের ভাড়া কত হবে, কোন সময় ছাড়বে, তা দেখে নিন -
1/6এবার পশ্চিমবঙ্গের আকাশে ডানা মেলতে চলেছে আকাসা এয়ার। নয়া বেসরকারি উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে, বাগডোগরা এবং বেঙ্গালুরুর মধ্যে নিয়মিত বিমান চালানো হবে। আগামী ১৭ এপ্রিল থেকে সেই পরিষেবা শুরু হতে চলেছে বলে উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/6২০২২ সালের অগস্টে আকাসা এয়ারের পরিষেবা শুরু হয়েছে। তবে পশ্চিমবঙ্গের কোনও রুটে পরিষেবা চালু করা হয়নি। অবশেষে এপ্রিল থেকে নয়া রুটে বিমান পরিষেবা শুরু করার বিষয়ে আকাসা এয়ারের এক আধিকারিক বলেছেন, 'বাগডোগরা এবং বেঙ্গালুরুর মধ্যে পরিষেবা শুরু করে পশ্চিমবঙ্গে পা রাখতে চলেছে ভারতের নয়া উড়ান সংস্থা আকাসা এয়ার। নয়া বিমানের ফলে পূর্ব ভারতে উড়ান সংস্থার পায়ের জমি আরও শক্ত হবে।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে আকাসা এয়ার)
3/6উড়ান সংস্থা আকাসা এয়ার সূত্রের খবর, বাগডোগরা-বেঙ্গালুরু রুটে বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান চালানো হবে। মাঝপথে কোথাও অবতরণ করবে না ওই বিমান। অর্থাৎ আকাসা এয়ারের বাগডোগরা-ব্যাঙ্গালুরু বিমান ‘নন-স্টপ’ হতে চলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে আকাসা এয়ার)
4/6কখন বাগডোগরা-বেঙ্গালুরুর বিমান ছাড়বে? আকাসা এয়ারের তরফে জানানো হয়েছে, সকাল ৭ টা ৩০ মিনিটে বেঙ্গালুরু থেকে ছাড়বে আকাসা এয়ারের বিমান (কিউপি১৩৭২)। যা বাগডোগরায় পৌঁছাবে সকাল ১০ টা ১৫ মিনিটে। তারপর সকাল ১০ টা ৫৫ মিনিটে বাগডোগরা থেকে বিমান ছাডবে (কিউপি১৩৭৩)। দুপুর ১ টা ৪৫ মিনিটে তা বেঙ্গালুরুতে পৌঁছাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে আকাসা এয়ার)
5/6কত ভাড়া পড়বে? আকাসা এয়ারের ওয়েবসাইট অনুযায়ী, ১৭ এপ্রিল বাগডোগরা থেকে বেঙ্গালুরু যেতে একজন প্রাপ্তবয়স্ক যাত্রীর খরচ পড়বে ৯,০৬৩ টাকা। আবার ১৭ এপ্রিল বেঙ্গালুরু থেকে বাগডোগরা আসতে ৯,৩৪৮ টাকা পড়বে। তবে সেই ভাড়ার হেরফের হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে আকাসা এয়ার)
6/6সংশ্লিষ্ট মহলের মতে, বাগডোগরা-বেঙ্গালুরু রুটে ‘নন-স্টপ’ বিমানের ফলে উত্তরবঙ্গ এবং সিকিমের প্রচুর মানুষ উপকৃত হবেন। কেউ কেউ পড়াশোনার জন্য, কেউ কেউ চাকরির জন্য উত্তরবঙ্গ ও সিকিম থেকে বেঙ্গালুরুতে যান। তাঁরা এবার সহজেই পৌঁছে যেতে পারবেন। আবর বেঙ্গালুরু থেকে সহজেই উত্তরবঙ্গ এবং সিকিমে ঘুরতে আসতে পারবেন মানুষ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে আকাসা এয়ার)