Noapara to Airport Metro: নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত মেট্রো করিডরের কাজ চলছে। যা কলকাতা মেট্রোর ইয়েলো লাইন হতে চলেছে। প্রাথমিকভাবে নোয়াপাড়া-বিমানবন্দর পর্যন্ত পরিষেবা শুরু হবে। সেই অংশের দুই গুরুত্বপূর্ণ স্টেশনের ছবি দেখুন-
1/7স্বপ্ন দেখা শুরু হয়েছে অনেকদিন আগে থেকেই। তা ক্রমশ বাস্তব হওয়ার দিকে এগিয়ে চলেছে। জোরকদমে চলছে নোয়াপাড়া-বারাসত (ভায়া বিমানবন্দর) মেট্রো করিডরের যশোর রোড এবং বিমানবন্দর স্টেশনের কাজ। যা ওই রুটের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি স্টেশনে হতে চলেছে। ওই দুটি স্টেশনের ‘ফার্স্ট লুক’ দেখতে চান? তাহলে স্ক্রল করুন।
2/7প্রাথমিকভাবে নোয়াপাড়া-বারাসত (ভায়া বিমানবন্দর) মেট্রো করিডরের নোয়াপাড়া-বিমানবন্দর অংশে (৬.২৫ কিলোমিটার) পরিষেবা শুরু হবে। ওই যাত্রাপথে মোট চারটি স্টেশন আছে - নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড, বিমানবন্দর। শুধুমাত্র বিমানবন্দর স্টেশনই 'পাতালে' থাকছে। অর্থাৎ একমাত্র ভূগর্ভস্থ বা ‘আন্ডারগ্রাউন্ড’ স্টেশন হতে চলেছে বিমানবন্দর স্টেশন।
3/7মেট্রো কর্তৃপক্ষের আশা, ওই রুটে (ইয়েলো লাইন) বাণিজ্যিক পরিষেবা শুরু হয়ে গেলে বিমানবন্দর স্টেশনে প্রচুর মানুষের ভিড় হবে। যত সময় যাবে, তত যাত্রী সংখ্যা বাড়বে। মেট্রো রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হওয়ার দু'বছরের মধ্যে প্রতিদিন এক লাখ মানুষ বিমানবন্দর স্টেশন দিয়ে যাতায়াত করবেন।
4/7মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিমানবন্দর স্টেশনে মোট ছ'টি এসক্যালেটর, ছ'টি লিফট, ছ'টি সিঁড়ি এবং দুটি বাসওয়ে থাকবে। একটি সাবওয়ে যশোর রোডের সঙ্গে বিমানবন্দর স্টেশনকে যুক্ত করবে। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে বিমানবন্দর স্টেশনকে যুক্ত করবে অপর সাবওয়ে। দুটি সাবওয়েতেই একাধিক এন্ট্রি/এক্সিট পয়েন্ট, সিঁড়ি, লিফট থাকবে।
5/7মেট্রো কর্তৃপক্ষের দাবি, যে সাবওয়েটি নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে বিমানবন্দর মেট্রো স্টেশনের সঙ্গে যুক্ত করবে, তাতে ১৭০ মিটার ট্র্যাভেলেটর (বিমানবন্দরের মতো মুভিং ওয়াকওয়ে) থাকবে। যা কলকাতা মেট্রোয় প্রথম হতে চলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
6/7বিমানবন্দর স্টেশনের মতো ইয়েলো লাইনের আরও একটি গুরুত্বপূর্ণ স্টেশন হতে চলেছে যশোর রোড। ওই স্টেশনে চারটি এসক্যালেটর, দুটি সিঁড়ি এবং একটি সাবওয়ে তৈরি করা হয়েছে। সেইসঙ্গে যাবতীয় অত্যাধুনিক সুযোগ-সুবিধা প্রদান করা হবে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
7/7মেট্রো কর্তৃপক্ষের আশা, ২০৩৫ সালের মধ্যে প্রতিদিন প্রায় ৪৬,০০০ জন যাত্রী যাতায়াত করবেন। লাভবান হবেন নাগেরবাজার, কৈখালি মোড়, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কমপ্লেক্সের মতো এলাকার প্রচুর মানুষ।