Dearness Allowance Strike: মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে ... more
Dearness Allowance Strike: মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়ালেন রাজ্য সরকারি কর্মচারীরা। ডিএ নিয়ে ধর্মঘট রুখতে রাজ্য সরকার কড়া বিজ্ঞপ্তি জারি করেছে। পালটা রাজ্য সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন।
1/5কড়া বিজ্ঞপ্তির পালটা এল আইনি নোটিশ। মহার্ঘ ভাতা (ডিএ) প্রদানের দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা যে প্রশাসনিক ধর্মঘটের ডাক দিয়েছেন, তা রুখতে বৃহস্পতিবার বিকেলেই বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। কয়েক ঘণ্টা পরেই রাজ্যের অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিবকে আইনি নোটিশ পাঠাল রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। (ছবি সৌজন্যে ফেসবুক)
2/5রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক সংগঠনের তরফে আইনজীবী প্রবীর চট্টোপাধ্যায় যে আইনি নোটিশ পাঠিয়েছেন, তাতে বলা হয়েছে, ‘প্রচুর পরিমাণে মহার্ঘ ভাতা (ডিএ) বকেয়া থাকার কারণে রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিবাদ করার সবরকমের অধিকার আছে। রাজ্য সরকার খারাপ উদ্দেশ্যে সেই বিজ্ঞপ্তি জারি করেছে।’ সেইসঙ্গে ওই আইনি নোটিশে রাজ্য সরকারকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে ১৯৮০ সালের ‘ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল’-র আওতায় রাজ্য সরকারি কর্মচারীদের ইউনিয়ন করার অধিকার আছে। ধর্মঘটেরও অধিকার প্রদান করা হয়েছে। (ছবি সৌজন্যে ফেসবুক)
3/5রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের তরফে বলা হয়েছে, 'বেতনের অংশ হল মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স)। যা কেউ অগ্রাহ্য করতে পারেন না।' সেইসঙ্গে রাজ্য সরকারি কর্মীদের নোটিশে দাবি করা হয়েছে, সরকারি কর্মীদের আইনি এবং মৌলিক অধিকার। (ছবি সৌজন্যে ফেসবুক)
4/5উল্লেখ্য, বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) প্রদান, কেন্দ্রীয় হারে ডিএ (সপ্তম বেতন কমিশনের আওতায় ৩৯ শতাংশ ডিএ পান) প্রদান-সহ একগুচ্ছ দাবিতে শুক্রবার (১০ মার্চ) ২৪ ঘণ্টার প্রশাসনিক ধর্মঘটের ডাক দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। সেই ধর্মঘট রুখতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। (ছবি সৌজন্যে ফেসবনুক)
5/5আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ছয় শতাংশ হারে ডিএ পান। চলতি বছরের মার্চ থেকেই তিন শতাংশ বাড়ানো হয়েছে। তার আগে তিন শতাংশ ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মচারীরা। ওই তিন শতাংশ যে ডিএ বাড়ানো হয়েছে, তা ‘ভিক্ষা’ বলে দাবি করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)