বিজ্ঞপ্তি জারি করে আগেই সরকারি কর্মীদের ডিএ ধর্মঘটে অংশ নেওয়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে রেখেছিল সরকার। তা সত্ত্বেও ডিএ ধর্মঘটে অংশ নিয়েছেন অনেক সরকারি কর্মচারী। এবার একে একে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে শুরু করল রাজ্য সরকার। জানা গিয়েছে শনিবারই এই প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। তবে সরকারের এই পদক্ষেপে একেবারেই বিচলিত নন সরকারি কর্মচারীরা।
1/5জানা গিয়েছে, ডিএ ধর্মঘটে অংশ নেওয়ায় শনিবার অন্তত ২০ থেকে ২২ জন সরকারি কর্মচারীকে শোকজ নোটিশ পাঠিয়েছে নবান্ন। ডিএ ধর্মঘটে আরও যাঁরা সামিল হয়েছিলেন, তাঁদেরও সোমবারের মধ্যে শোকজ নোটিশ পাঠানো হবে বলে জানানো হয়েছে নবান্ন সূত্রে। জানা গিয়েছে, স্কুল দফতরের বিভিন্ন পদের ২০-২২ জন কর্মীকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে শনিবার। পশ্চিম মেদিনীপুরের বারবনি ও মালদার এক স্কুলের শিক্ষকেও নোটিশ পাঠানো হয়েছে এদিন। (Saikat Paul)
2/5উল্লেখ্য, ডিএ ধর্মঘটে অংশ নিয়ে যে সরকারি কর্মীরা ইচ্ছাকৃত ভাবে অফিস থেকে অনুপস্থিত ছিলেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই জানিয়েছিল রাজ্য সরকার। শুক্রবারই এক বিবৃতি প্রকাশ করে এই কথা জানানো হয়েছিল একথা। সেই অনুযায়ী, ধর্মঘটের একদিন পর, শনিবারই কড়া পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। (Saikat Paul)
3/5সরকারের তরফে জানানো হয়ছে, পশ্চিমবঙ্গের যে সরকারি কর্মচারী শুক্রবার অফিসে না গেলে একদিনের বেতন কাটা যাবে। একদিনের কর্মজীবনে ছেদ পড়বে। যাঁরা অনুপস্থিত থাকবেন, তাঁদের শোকজ করা হবে। শোকজের জবাব সন্তোষজনক না হলেও শৃঙ্খলামূলক পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে রাজ্য। (Saikat Paul)
4/5এদিকে শুক্রবার নবান্নের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছিল, ১০ মার্চ নবান্ন সহ রাজ্যের অন্যান্য সরকারি দফতরে হাজিরার হার ছিল নব্বই শতাংশের বেশি। উল্লেখ্য, ডিএ আন্দোলনে কোন কোন সরকারি কর্মী অংশ নিচ্ছেন, সেদিকে কড়া নজর রাখতে পদক্ষেপ গ্রহণ করেছিল সরকার। কর্মচারীদের অফিসে ঢোকা এবং বেরোনোর ওপর ছিল সরকারের নজর। পাশাপাশি, সারাদিনে দু'বার হাজিরা খাতায় সই করার নির্দেশ দেওয়া হয়েছিল সরকারি কর্মীদের। (Saikat Paul)
5/5রাজ্য সরকারের দাবি, ১০ মার্চ দিনের শেষে দেখা গিয়েছে নব্বই শতাংশের বেশি হাজিরা ছিল শুক্রবার। যদিও ডিএ আন্দোলকারীদের পালটা দাবি, সরকারের প্রকাশিত অ্যাটেনডেন্স শিট ভুয়ো। ধর্মঘট সফল হয়েছে। রাজ্যের বিভিন্ন সরকারি অফিসের কর্মীরা স্বতর্স্ফুত ভাবে এই ধর্মঘটে অংশগ্রহণ করেছেন। এদিকে জেলাশাসকদের সরকার নির্দেশ দিয়েছে, অনুপস্থিতি সংক্রান্ত রিপোর্ট পাঠাতে হবে নবান্নে। এরই মাঝে শুক্রবার অনুপস্থিত থাকা সরকারি কর্মীদের উদ্দেশে শোকজ নোটিশ পাঠাল সরকার। (Saikat Paul)