Kalbaisakhi & Hailstorm Forecast in WB: আজ থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন আসতে চলেছে। আজ এবং আগামিকাল একাধিক জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিলবার থেকে আবার কয়েকটি জেলায় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। কোন জেলায় কবে বৃষ্টি হবে, তা দেখে নিন-
1/6আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় অক্ষরেখা তৈরি হতে পারে। সেইসঙ্গে বঙ্গোপসাগর থেকে বাংলার পরিমণ্ডলে ঢুকছে। সেই পরিস্থিতিতে আজ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হবে। কয়েকটি জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাসও জারি করা হয়েছে। (ছবিটি প্রতীকী)
2/6আজ (১৪ মার্চ) এবং বুধবার (১৫ মার্চ) উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। আজ ও আগামিকাল উত্তরবঙ্গের ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/6আগামী বৃহস্পতিবার (১৬ মার্চ) থেকে আগামী রবিবার (১৯ মার্চ) পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলির একটি বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। ওই চারদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
4/6বুধবার (১৫ মার্চ) দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে সেরকম পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/6বৃহস্পতিবার (১৬ মার্চ) থেকে রবিবার (১৯ মার্চ) পর্যন্তও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। কিছুটা বাড়বে ঝোড়ো হাওয়ার বেগ। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/6আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৬ মার্চ) থেকে রবিবার (১৯ মার্চ) পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমিতে বইবে ঝড়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)