শনিবারের বিকেল এবং সন্ধ্যায় বাংলার একাধির জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। এদিকে বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে সারা দুপুর ও বিকেলে কলকাতা ও আশেপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থেকেছে। এই আবহে কলকাতায় কি বৃষ্টি হবে?
1/4হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড়বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে কলকাতা এবং আশেপাশের অঞ্চলে আজকে ঝড় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
2/4এই মুহূর্তে একটি অক্ষরেখা রয়েছে যার অবস্থান হচ্ছে উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র পর্যন্ত। ফলে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বিহার এবং ছত্রিশগড়ের দিকে। এই আবহে আগামিকালও পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। এদিকে আরএমসি-র ওয়েবসাইট অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদারও একাধিক জায়গায় বৃষ্টি হতে চলেছে আগামিকাল। সঙ্গে উত্তরবঙ্গের জায়গায় জায়গায় কালবৈশাখীর ঝড়ও হতে পারে বিকেলের দিকে।
3/4এদিকে কলকাতাবাসীদেরও আশার কথা শুনিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আগামী সপ্তাহের মাঝিমাঝি সময় কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে কালবৈশাখী হতে পারে। তবে উপকূলবর্তী অঞ্চল এবং কলকাতাতে আগামী দু’দিন অর্থাৎ আজ এবং আগামিকাল ঝড় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আজ আকাশ মেঘলা থাকবে। আগামী সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার নাগাদ কলকাতা ও দুই ২৪ পরগনায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে।
4/4এদিকে কলকাতার পাশাপাশি আগামী বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে দার্জিলিং ও কালিম্পং বাদে সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের সমতলের সব জেলারই আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই সময়কালে অবশ্য দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি জারি থাকবে।