দক্ষিণবঙ্গে গরমের প্রভাব ক্রমেই বেড়ে চলেছে। এরই মাঝে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এই সপ্তাহে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকেই কলকাতার তাপমাত্রার পারদ চড়তে শুরু করে লাফিয়ে লাফিয়ে। শীত ও গ্রীষ্মের মাঝে বসন্ত উধাও হয়ে গিয়েছে। এরই মাঝে একাধিক জায়গায় তাপমাত্রা ছাড়িয়েছে ৩৫-এর গণ্ডি।
1/5 গত কয়েকদিন ধরেই সূর্যের তেজে অস্বস্তি বেড়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গে। রাতের তাপমাত্রাতেও বেশ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিম দিক থেকে বয়ে আসা গরম বাতাসের কারণেই এই তাপমাত্রা বৃদ্ধি। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে।
2/5রাতের তাপমাত্রা একই থাকলেও দিনের তাপমাত্রা আগামী কয়েকদিনে সামান্য বাড়বে উত্তরের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের মতো অবশ্য উত্তরবঙ্গে আবহাওয়ায় বিশেষ পরিবর্তন হবে না আগামী পাঁচদিনে। আবহাওয়া মলত শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের ওপরের দু'টো জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
3/5আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়ায় থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। এদিকে পশ্চিমের তিন জেলা - পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ৮ মার্চ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পরে বলে জানিয়েছে হাওয়া অফিস। ১১ মার্চ পর্যন্ত সেই ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। এই হালকা বর্ষণের ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে পশ্চিমের এই তিন জেলায়।
4/5আলিপুর আবহাওয়া দফতর বলছে রবিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা 68 শতাংশ। দক্ষিণবঙ্গের তিন জেলা বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে পারদ ইতিমধ্যে ৩৬ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে।
5/5আজ সোমবার, কলকাতার সকালের আকাশ মূলত পরিষ্কার থাকবে। শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি এবং ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আগামী ৯ মার্চ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়ে যাবে। ১১ মার্চ সেই তাপমাত্রা বেড়ে দাঁড়াবে ৩৬ ডিগ্রি। এদিকে আগামী এক সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে।