আজ রাজ্যের বহু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানাল আবহাওয়া দফতর। গাঙ্গেও দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলিতে আজ কালবৈশাখীর জেরে বৃষ্টি হতে পারে। আগামী বেশ কয়েকদিনই এই ঝড়বৃষ্টি চলবে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। উত্তরবঙ্গের সব জেলাতেও ঝড়বৃষ্টি হবে আজ এবং আগামি বেশ কয়েকদিন।
1/6এবছর চৈত্র মাসের শুরুতেই কালবৈশাখীর সাক্ষী থাকবেন কলকাতাবাসী। অবশ্য, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় আজ কালবৈশাখী এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় আজ বৃষ্টি হয়ত হবে না। তবে আগামিকাল কলকাতায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এরপর লাগাতার বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে।
2/6মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে আজ বৃষ্টি হতে পারে। এরপর আগামী চারদিন দক্ষিণবঙ্গের সব জেলারই এক-দুই জায়গায় ঝড়বৃষ্টি হবে। গাঙ্গেও পশ্চিমবঙ্গের তাপমাত্রা আগামী কয়েকদিনে ২ থেকে ৪ ডিগ্রি কমে যেতে পারে এই ঝড়বৃষ্টির জেরে।
3/6এদিকে কালবৈশাখীর সময় দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, ১৭ মার্চ দক্ষিণবঙ্গে সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ এবং ১৯ মার্চ বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এই বৃষ্টি ২১ মার্চ পর্যন্ত জারি থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
4/6হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে ১৬ মার্চ থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে মহানগরীতে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্য নেই। আগামী দু'দিনের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না কলকাতায়। বৃষ্টিপাত শুরুর পর দিন থেকে অবশ্য শহরের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি মতো কমবে।
5/6এদিকে উত্তরবঙ্গে আগামী দু'দিন উপরের পাঁচটি জেলা- দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দু-এক জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন।
6/6হাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ডের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করছে। এর প্রভাবে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে আজ। বুধবার কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি এবং ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। এর আগে মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি।