আজ দোল পূর্ণিমা। কাল উদযাপিত হবে হোলি। এই দুই দিনই ভ্যাপসা গরম সহ্য করতে হবে রাজ্যবাসীকে। মার্চের শুরুতেই তাপমাত্রা যে রকেট গতিতে ছুটতে শুরু করেছে, তাতে আশঙ্কা করা হচ্ছে, মাসের শেষে পারদ আরও চড়বে। গরমে অস্বস্তি আরও বাড়বে। তবে তার আগে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় চলতি সপ্তাহে বৃষ্টি নামতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
1/5হোলি ও দোলে কলকাতা ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চার থেকে ছয় ডিগ্রি বেশি থাকবে। এর জেরে অস্বস্তি বোধ হবে। এদিকে বাতাসে জলীয় বাষ্প কমে যাওয়ায় শুকনো গরম অনুভূত হচ্ছে। যা আরও সমস্যায় ফেলেছে কলকাতাবাসীকে। মার্চের শুরুতেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁই ছুঁই করছে। এই গ্রাফ আগামী দিনে আরও চড়বে।
2/5আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই। ভোরের দিকে জেলাগুলিতে একটা হালকা ঠান্ডার আমেজ থাকছে বটে। তবে বেলা গড়াতেই সেসব উধাও। এদিকে আগামিকাল, ৮ মার্চ দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি বাড়তে পারে। এদিকে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ১১ তারিখের পর বাড়ার সম্ভাবনা রয়েছে।
3/5সিকিম এবং উত্তরবঙ্গের উপরের দুটি জেলা দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে আগামী পাঁচদিন। গাঙ্গেও পশ্চিমবঙ্গে আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হবে ৯ মার্চ থেকে।
4/5আজ ৭ তারিখ দোলের দিন কলকাতা ও আশেপাশের এলাকায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি এবং ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। মঙ্গলবার কলকাতায় দিনের আকাশ রোদ ঝলমলে থাকবে। আগামিকাল ৮ তারিখ হোলি উদযাপিত হবে। হোলিতে তাপমাত্রা সামান্য একটু বাড়তে পারে কলকাতায়। এরপর মার্চ মাস জুড়ে গনগনে উত্তাপের মধ্যে কাটবে কলকাতাবাসীর।
5/5এর আগে সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি বেশি। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। এদিকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৭৮ শতাংশ। এর জেরেই শুকনো গরম অনুভূত হচ্ছে।