সপ্তাহের প্রথমদিন কলকাতাবাসী সারাদিনই দেখলেন রৌদ্রজ্জ্বল আকাশ। তবে এই সপ্তাহেই বদলে যাবে আকাশের রূপ। আগামী কয়েকদিনেই কলকাতায় নামতে চলেছে বৃষ্টি। হবে কালবৈশাখীর ঝড়। এমনই পূর্বাভাস মিলল হাওয়া অফিসের বুলেটিনে। গাঙ্গেও পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি হতে চলেছে এই সপ্তাহেই।
1/4হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টা শুষ্ক এবং পরিষ্কার আবহাওয়া থাকবে। আগামিকাল আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো অর্থাৎ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝামাঝি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেদিন অবশ্য কলকাতায় বৃষ্টি হবে না।
2/4এদিকে ১৬ মার্চ, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতা ও দুই ২৪ পরগনাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হাওড়া, হুগলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেদিন কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
3/4আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এবছর রাজ্যে ফাল্গুন মাসেই কালবৈশাখী হলেও মোটের ওপর ঝড়বৃষ্টির সম্ভাবনা অন্য বছররে তুলনায় কম। তবে ১৬ এবং ১৭ মার্চ শুধুমাত্র নদিয়া বাদে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের সমতলের সব জেলাতে বৃষ্টি হবে ১৫ থেকে ১৭ মার্চ পর্যন্ত।
4/4কলকাতায় বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার এবং শুক্রবার। এই দু'দিন কলকাতায় কালবৈশাখীর সময় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতি ও শুক্রে কলকাতার আশেপাশের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি জেলাতেও ঝড়বৃষ্টি দেখা যাবে। এদিকে আগামী পাঁচদিনে দক্ষিণবঙ্গে প্রথম তিনদিন দিনের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না। এরপর পরবর্তী দু'দিন তাপমাত্রা সামান্য কমবে ঝড়বৃষ্টির কারণে।