শিয়ালদা মেন লাইনের যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হল শনিবার। নৈহাটি এবং কল্যাণী স্টেশনের মধ্যে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে আজ। এদিকে যেসব ট্রেন চলছে, সেগুলিও বেশ দেরিতে চলছে। এর জেরে সপ্তাহান্তে ট্রেনগুলিতে অতিরিক্ত ভিড় রয়েছে। ভুগতে হচ্ছে যাত্রীদের।
1/5জানা গিয়েছে, শুক্রবার বিকল থেকেই বহু ট্রেন দেরিতে চলছিল। রাতেও সমস্যায় পড়তে হয়েছিল ফিরতি যাত্রীদের। শনিবার সকালেও অফিসযাত্রীদের সমস্যার মুখে পড়তে হয়। প্রায় প্রতিটি ট্রেনই ২০-২৫ মিনিট দেরিতে চলছে। অনেক ট্রেনই বিভিন্ন স্টেশনে অনেক্ষণ ধরে দাঁড়িয়ে থাকছে। এদিকে অনেক ট্রেন বাতিল থাকায় ট্রেনে ভিড় বেশি। এই আবহে গরমে সেদ্ধ হয়েই ঠাসাঠাসি করে ট্রেনে চাপতে হয়েছে যাত্রীদের।
2/5এদিকে যাত্রীদের একাংশের অভিযোগ, ট্রেন কখন ছাড়বে, তার কোনও ঘোষণাও করা হচ্ছে না। এদিকে প্ল্যাটফর্মগুলিতে ট্রেন বাতিল বা ট্রেন দেরিতে ছাড়ার বিষয়ে কোনও ঘোষণা না করা প্রসঙ্গে রেলের জনসংযোগ আধিকারিকের বক্তব্য, সংবাদমাধ্যমগুলিতে বিজ্ঞপ্তি দিয়ে এ বিষয়ে বারবার জানানো হয়েছে। তবে তিনি আশ্বাস দেন, ঘোষণা সংক্রান্ত কোনও সমস্যা থাকলে তা খতিয়ে দেখা হবে।
3/5জানা গিয়েছে, নৈহাটি ও কল্যাণী স্টেশনের মধ্যে থার্ড লাইন ও স্বয়ংক্রিয় সিগন্যালিং সিস্টেমের কাজের জন্য ট্রেন বাতিল হয়েছে। এই আবহে নৈহাটি, কাঁকিনাড়ার মতো স্টেশনে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে থেকে ভোগান্তি পোহাতে হচ্ছে বহু যাত্রীকে। এছাড়া শান্তিপুর, রানাঘাটের মতো একাধিক স্টেশনেও যাত্রী ভোগান্তির দৃশ্য দেখা গিয়েছে।
4/5উল্লেখ্য, গত তিনদিন ধরে চলছে নন-ইন্টারলকিংয়ের কাজ। আগামী মঙ্গলবার পর্যন্ত এই কাজ চলবে। ফলে আরও কিছুদিন ট্রেন চলাচল বিঘ্নিত হতে পারে। রবিবার ২৫ জোড়া লোকাল ট্রেন বাতিল হয়েছে। সোমবারও ২৬ জোড়া লোকাল ট্রেন বাতিল। ২৫ জোড়া ট্রেন বাতিল রয়েছে মঙ্গলবারও। তাই নতুন সপ্তাহের প্রথম দুই কর্মদিবসেও চরম ভোগান্তি পোহাতে হবে সাধারণ রেল যাত্রীদের।
5/5এদিকে এই পরিস্থিতি প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'নন-ইন্টারলকিংয়ের কাজ চলছে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের মাঝের সময়টাকে এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছে। পড়ুয়ারা যাতে কোনও সমস্যায় না পড়েন, তার জন্য এই সময়টা বেছে নিতে হয়েছে। কাজটা তো করতেই হত। এই দু’দিন কিছুটা কষ্ট করতে হবে। তবে ভবিষ্যতে এর সুবিধা মিলবে।'