তিন রাজ্যের ভোট মিটতেই ফের একবার বাড়ল ১৪.২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম। পাশাপাশি ১৯ কেজি ওজেনরে বাণিজ্যিক সিলিন্ডারের দামও বেড়েছে এবার। আজ থেকে কলকাতা, দিল্লি সহ দেশের বড় বড় শহরে কত করে বিরোবে এলপিজি সিলিন্ডার? জেনে নিন রট...
1/4১৪.২ কেজি ওজনের ঘরোয়া রান্নার গ্যাসের দাম আজ থেকে বেড়েছে ৫০ টাকা। এর জেরে এবার কলকাতায় ঘরোয়া গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ১১২৯ টাকা। এর আগে শেষ বার ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছিল গতবছরের ৬ জুলাই। এরপর দীর্ঘদিন পর ফের একবার গৃহস্থের হেঁশেলে লাগল আগুন।
2/4এদিকে হোটেল, রেস্তোরাঁয় ব্যবহারের বাণিজ্যিক সিলিন্ডারের দামও বেড়েছে আজ। কলকাতায় ১৯ কেজি ওজনের গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছে ৩৫২ টাকা। এই আবহে আজ থেকে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ২ হাজার ২২১ টাকা ৫০ পয়সা। এর আগে এবছরের শুরুতেই বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছিল ২৪ টাকা। তবে এবার একলাফে ট্রিপল সেঞ্চুরি মারল দাম।
3/4এদিকে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৩৫০.৫০ টাকা বেড়েছে দিল্লিতে। এই বৃদ্ধির জেরে এবার রাজধানীতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়াল ২ হাজার ১১৯ টাকা ৫০ পয়সা। এদিকে দিল্লিতে আজ থেকে ১৪.২ কেজি ওজনের ঘরোয়া রান্নার গ্যাসের দামও বেড়েছে ৫০ টাকা করে। এর জেরে এবার দিল্লিতে ঘরোয়া গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ১১০৩ টাকা।
4/4উল্লেখ্য, ঘরোয়া রান্নার গ্যাসের ওপর ১২টি সিলিন্ডার পর্যন্ত সরকার ভর্তুকি দিয়ে থাকে। সরকারি ভর্তুকিও এখন কোথাও একেবারেই মেলে না, কোথাও আবার তা নামমাত্র মেলে। এদিকে বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধির জেরে হোটেল-রেস্তরাঁয় খেতে যাওয়া সাধারণ মানুষ চাপে পড়বে। এমনকি পাড়ার দোকানে চাউমিন, রোল খেতেও এবার থেকে খসাতে হতে পারে বেশি টাকা।