বাংলা নিউজ > ছবিঘর > বাংলার মুখ > New Garia-Airport Metro Underground tunnel: অবশেষে শুরু 'আন্ডারগ্রাউন্ড টানেল' তৈরির কাজ, কবে রেডি হবে এয়ারপোর্ট মেট্রো?
New Garia-Airport Metro Underground tunnel: অবশেষে শুরু 'আন্ডারগ্রাউন্ড টানেল' তৈরির কাজ, কবে রেডি হবে এয়ারপোর্ট মেট্রো?
New Garia-Airport Metro Underground tunnel: স্বপ্নপূরণের পথে আরও একধাপ এগিয়ে গেল নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রো। শুরু হল ‘আন্ডারগ্রাউন্ড টানেল’ তৈরির কাজ। কতদিনের মধ্যে সেই কাজ শেষ হবে, তা দেখে নিন -
1/5স্বপ্নপূরণের পথে আর একটা ছোট্ট (বড়ও বলা যায়) ধাপ ফেলল নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো (ভায়া রাজারহাট)। ওই মেট্রো করিডরের 'আন্ডারগ্রাউন্ড টানেল' নির্মাণের কাজ শুরু করল রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)। সংস্থার কর্তাদের আশা, চলতি বছরের মধ্যেই 'আন্ডারগ্রাউন্ড টানেল'-র টানেলের কাজ শেষ হয়ে যাবে। তারপর ২০২৪ সালের মধ্যে পুরোপুরি তৈরি হয়ে যাবে সিটি সেন্টার টু থেকে বিমানবন্দর পর্যন্ত অংশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মেট্রো রেল ও RVNL)
2/5এমনিতে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের বেশিরভাগটাই মাটির উপর দিয়ে যাবে। মাটির উপর মোট ২৪ টি স্টেশন থাকবে। মাত্র ৮০০ মিটার অংশে মাটির নীচ দিয়ে ছুটবে মেট্রো। ওই অংশের জন্যই কাজ শুরু করা হয়েছে। তবে ওই 'আন্ডারগ্রাউন্ড টানেল' নির্মাণের জন্য 'টানেল বোরিং মেশিন' ব্যবহার করা হবে না। যা ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ব্যবহৃত হয়েছে। বরং 'কাট অ্যান্ড কভার টানেলিং'-র মাধ্যমে ওই 'আন্ডারগ্রাউন্ড টানেল' নির্মাণ করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে RVNL)
3/5'আন্ডারগ্রাউন্ড টানেল' তৈরি করতে কতদিন সময় লাগবে? নির্মাণকারী সংস্থা অ্যাফকনের আশা, আগামী অগস্ট-সেপ্টেম্বরের মধ্যে টানেলের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ শেষ হয়ে যাবে। আগামী ডিসেম্বরের মধ্যে বাকি কাজও শেষ হয়ে যাবে অ্যাফকন কর্তাদের আশা। অর্থাৎ চলতি বছরের মধ্যেই ওই ৮০০ মিটার 'আন্ডারগ্রাউন্ড টানেল' পুরোপুরি তৈরি হয়ে যাবে। তারপর ২০২৪ সালের মধ্যে সিটি সেন্টার টু থেকে বিমানবন্দর পর্যন্ত অংশ (৩.৫ কিলোমিটার) তৈরি হয়ে যাবে বলে আশাপ্রকাশ করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে RVNL)
4/5তবে পুরো নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো কবে বাণিজ্যিকভাবে দৌড়াতে শুরু করবে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে চলতি মাসে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিমি অংশে মেট্রোর বাণিজ্যিক পরিষেবা শুরু হবে। তারপর ধাপে-ধাপে আরও এগিয়ে যাবে মেট্রো। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, জমি হস্তান্তর সংক্রান্ত জটের কারণে বারবার ঝুলে গিয়েছে মেট্রো প্রকল্পের কাজ। তাই জমিজট কাটাতে পারলে শীঘ্রই বাস্তব হয়ে যাবে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো করিডরে পরিষেবা শুরুর স্বপ্ন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে RVNL)
5/5মেট্রো কর্তৃপক্ষের আশা, নিউ গড়িয়া যেমন দুটি মেট্রো লাইনের মিলনস্থল হয়েছে, তেমনই হতে চলেছে বিমানবন্দর মেট্রো। একদিকে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো ছুটবে। আবার নোয়াপাড়া থেকে বিমানবন্দরের দিকে মেট্রো আসবে। অর্থাৎ 'জংশন' হয়ে উঠবে বিমানবন্দর মেট্রো স্টেশন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে RVNL)