Rain Forecast in North & South 24 Parganas: আর কিছুক্ষণেই ঝড়বৃষ্টি শুরু হবে দুই ২৪ পরগনায়, সতর্ক থাকতে বলল আবহাওয়া দফতর
Updated: 15 Mar 2023, 01:02 PM IST kolkata weather today, kolkata rain forecast, rain forecast, rain forecast in north 24 parganas, rain forecast in south 24 parganas, rain in south bengal, কলকাতার আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস, উত্তর ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস Abhijit Chowdhury 15 Mar 2023আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি শুরু হতে চলেছে কলকাতা সংলগ্ন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এই আবহে আম জনতাকে সতর্ক থাকতে বলল আলিপুর হাওয়া অফিস। এদিকে দুই ২৪ পরগনায় কালবৈশাখীর ঝড় আসলেও কলকাতায় আজ হয়ত বৃষ্টি হবে না। তবে আগামিকাল থেকে কলকাতাতেও বৃষ্টি শুরু হতে পারে।
পরবর্তী ফটো গ্যালারি