বাংলা নিউজ > ছবিঘর > বাংলার মুখ > Rain Forecast in North & South 24 Parganas: আর কিছুক্ষণেই ঝড়বৃষ্টি শুরু হবে দুই ২৪ পরগনায়, সতর্ক থাকতে বলল আবহাওয়া দফতর
Rain Forecast in North & South 24 Parganas: আর কিছুক্ষণেই ঝড়বৃষ্টি শুরু হবে দুই ২৪ পরগনায়, সতর্ক থাকতে বলল আবহাওয়া দফতর
আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি শুরু হতে চলেছে কলকাতা সংলগ্ন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এই আবহে আম জনতাকে সতর্ক থাকতে বলল আলিপুর হাওয়া অফিস। এদিকে দুই ২৪ পরগনায় কালবৈশাখীর ঝড় আসলেও কলকাতায় আজ হয়ত বৃষ্টি হবে না। তবে আগামিকাল থেকে কলকাতাতেও বৃষ্টি শুরু হতে পারে।
1/5আলিপুর আবহাওয়া দফতর আজকে জানায়, দুই ২৪ পরগনার বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। এই আবহে সতর্কতা জারি করে হাওয়া অফিস বলেছে, ঝড়ের সময় যেন সাধারণ মানুষ বাড়ির ভেতরে থাকেন। হাওয়া অফিস জানিয়েছে, দুপুরের পর বিকেলের দিকে এক-দু’ঘণ্টা ধরে উত্তর ২৪ পরগনার বিভিন্ন অংশে মাঝারি বর্ষণ হতে পারে। এদিকে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার বিস্তীর্ণ অঞ্চলেও বৃষ্টি হতে পারে একটু পরেই।
2/5হাওয়া অফিস জানিয়েছে, , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে আজ বৃষ্টি হতে পারে। এরপর আগামী চারদিন দক্ষিণবঙ্গের সব জেলারই এক-দুই জায়গায় ঝড়বৃষ্টি হবে। গাঙ্গেও পশ্চিমবঙ্গের তাপমাত্রা আগামী কয়েকদিনে ২ থেকে ৪ ডিগ্রি কমে যেতে পারে এই ঝড়বৃষ্টির জেরে।
3/5এদিকে কালবৈশাখীর সময় দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, ১৭ মার্চ দক্ষিণবঙ্গে সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ এবং ১৯ মার্চ বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এই বৃষ্টি ২১ মার্চ পর্যন্ত জারি থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
4/5হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে ১৬ মার্চ থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে মহানগরীতে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্য নেই। আগামী দু'দিনের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না কলকাতায়। বৃষ্টিপাত শুরুর পর দিন থেকে অবশ্য শহরের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি মতো কমবে।
5/5এদিকে উত্তরবঙ্গে আগামী দু'দিন উপরের পাঁচটি জেলা- দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দু-এক জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন।