বাংলা নিউজ > ছবিঘর > বাংলার মুখ > Sagardighi 50 years Trend broken by Congress: ১৯৭২ সালের পর ২০২৩, দীর্ঘ পাঁচ দশক পর ফের একবার কংগ্রেসের দখলে সাগরদিঘি
Sagardighi 50 years Trend broken by Congress: ১৯৭২ সালের পর ২০২৩, দীর্ঘ পাঁচ দশক পর ফের একবার কংগ্রেসের দখলে সাগরদিঘি
১৯৭২ সালে শেষবার কংগ্রেস জিতেছিল সাগরদিঘির আসনে। ১৯৭৭ সাল থেকে এই আসনে দাঁত ফোটাতে পারেনি তারা। তবে এবার বামেদের সমর্থনে শাসকদল তৃণমূলকে হারিয়ে বাংলার রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করল হাত শিবির। বিগত দিনে উপনির্বাচন মানেই তৃণমূলের জয় ধরে নেওয়া হত। তবে সেই প্রথা ভেঙে তৃণমূলের জেতা আসন ছিনিয়ে নিল কংগ্রেস।
1/5উল্লেখ্য, ১৯৫১ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত সাগরদিঘি আসনে দাপট ছিল কংগ্রেসের। মাঝে একবার শুধুমাত্র ১৯৬৯ সালেরবিধানসভা নির্বাচনে এই আসনটি দখল করেছিল অধুনা বাংলা কংগ্রেস। তবে ১৯৭৭ সাল থেকে এই বিধানসভা আসনে এক চেটিয়া ভাবে জিততে শুরু করে সিপিএম। ১৯৭৭ এবং ১৯৮২ সালে এই আসনে সিপিএম প্রার্থী হিসেবে জয়লাভ করেছিল হাজারি বিশ্বাস। এরপর ১৯৮৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত এই আসনের বিধায়ক ছিলেন সিপিএম-এর পরেশ নাথ বিশ্বাস।
2/5তবে ২০১১ সালে রাজ্যের পালাবদলের সঙ্গে সঙ্গে এই আসনেও পরিবর্তন ঘটে। আসনটি তৃণমূলের দখলে যায়। এরপর থেকে ২০১১ সাল থেকে একটানা এই আসনের বিধায়ক ছিলেন সুব্রত সাহা। তবে সুব্রত সাহার মৃত্যুতে এই আসনটি ফাঁকা হয়। এই আবহে ১৯৭২ সালের পর ফের একবার এই আসনে বামেদের সমর্থনে জয়ী হল কংগ্রেস।
3/5প্রসঙ্গত, বিগত এক দশক ধরে তৃণমূলের শক্তঘাঁটি বলে পরিচিত সাগরদিঘিতে টানা তিনবারের বিধায়ক ছিলেন সুব্রত সাহা। ২০১১ সালে মুর্শিদাবাদে তিনিই হয়েছিলেন প্রথম তৃণমূল বিধায়ক। তারপর আরও দু'বার বিধানসভা নির্বাচনে জেতেন প্রয়াত সুব্রত সাহা। ২০২১-এর নির্বাচনে তিনি বিজেপি প্রার্থীকে প্রায় ৫০ হাজার ভোটে হারিয়েছিলেন। তবে এবার তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জিতলেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস।
4/5২০২১ সালের বিধানসভা নির্বাচনে সাগরদিঘি আসনে ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়ে জয়ী পয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সুব্রত সাহা। তাঁর ঝুলিতে গিয়েছিল ৯৫ হাজার ১৮৯ ভোট। এই আসনে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি। বিজেপি প্রার্থী মাফুজা খাতুন পেয়েছিলেন ২৪ শতাংশ বা ৪৪ হাজার ৯৮৩টি ভোট। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হাসানউজ্জামান তৃতীয় স্থানে ছিলেন। তিনি পেয়েছিলেন ১৯.৪৫ শতাংশ ভোট। এই আসনে আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম-ও প্রার্থী দিয়েছিল। তবে তেলাঙ্গানার দলটির ঝুলিতে ২ শতাংশ ভোটও যায়নি। তবে এবার অঙ্ক বদলে গিয়েছে।
5/5 সাগরদিঘির উপনির্বাচন তৃণমূর কংগ্রেসের জন্য কার্যত ছিল মর্যাদার লড়াই। এবারের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস প্রার্থী করে বাইরন বিশ্বাসকে। এদিকে বিজেপি এবার প্রার্থী করেছে দিলীপ সাহাকে। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই আসনে সংখ্যালঘু প্রার্থী দিয়েছিল বিজেপি। ৬৫ শতাংশ সংখ্যালঘু অধুষিত এই আসনে এবার অবশ্য বিজেপি সংখ্যালঘু প্রার্থী দেয়নি বিজেপি। এই আবহে বিজেপি-কংগ্রেস আঁতাতের অভিযোগ তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনিতে বাংলায় উপনির্বাচন মানেই শাসকদলের জয়। তবে এবার উলটপূরাণ ঘটিয়ে পাঁচ দশক পর সাগরদিঘি জয় করল কংগ্রেস।