আবারও বন্দে ভারত ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা বাংলায়। এই নিয়ে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে পঞ্চমবার এই ধরনের ঘটনার শিকার হল বন্দে ভারত এক্সপ্রেস। জানা গিয়েছে, শনিবার হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয় মুর্শিদাবাদ জেলায় ফারাক্কার কাছে। এই ঘটনায় একটি কামরার কাচ ভেঙে গিয়েছে।
1/4এই পাথর ছোড়ার ঘটনা প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই।' এই নিয়ে পঞ্চমবার এই ধরনের ঘটনা ঘটল হাওড়া-এনজেপি রুটে। এর আগে জানুয়ারি মাসে আরপিএফ অভিযোগ করেছিল, দার্জিলিং জেলার ফাঁসিদেওয়ার কাছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের জানলায় পাথর ছোড়া হয়েছে। এরপরও বন্দে ভারত লক্ষ্য করে একাধিক পাথর ছোড়ার অভিযোগ উঠেছে।
2/4জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় হাওড়াগামী বন্দে ভারতটি ফারাক্কা ছেড়ে কেয়ক মিনিট এগিয়ে যাওয়ার পরই পাথর ছোড়া হয়েছিল ট্রেনটিকে লক্ষ্য করে। রিপোর্ট অনুযায়ী, এই ঘটনায় সি১৩ কোচের ২৩ ও ২৪ নম্বর সিটের দিকের জানালার কাচ ভেঙেছে। জানালার বাইরের দিকের যে শিল্ড রয়েছে, সেটিতে ফাটল ধরেছে। (ফাইল ছবি)
3/4রাত সাড়ে ১০টা নাগাদ ট্রেনটি হাওড়া স্টেশনে পৌঁছলে যাত্রীরা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন রেল কর্তৃপক্ষের কাছে। বারবার কেন এই ট্রেনেই এধরনের ঘটনা ঘটছে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। তদন্ত শুরু করেছে আরপিএফ। উল্লেখ্য, এই ধরনের ঘটনায় দোষী সাব্যস্ত হলে রেলওয়ে আইনে ১৫২, ১৫৩, ১৫৪ ধারায় ১০ বছর পর্যন্ত জেল হতে পারে অভিযুক্তর। (ফাইল ছবি)
4/4প্রসঙ্গত, গতবছর ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে পশ্চিমবঙ্গে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেছিলেন। ২ জানুয়ারি এই রুটে বন্দে ভারত বাণিজ্যিক ভাবে যাত্রা শুরু করে। সেদিনই উত্তর-পূর্ব সীমান্তে রেলের কুমারগঞ্জ স্টেশনের কিছুটা দূরে বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটে। এরপর ৩ জানুয়ারিও ফের বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটে। নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার মুখে পাথর ছোড়া হয় সেবার। জানুয়ারি মাসে মোট চারবার এই ধরনের ঘটনা ঘটে। তবে ফেব্রুয়ারি মাসে এই রুটে পাথর ছোড়ার ঘটনা আর ঘটেনি। (গতকালকের ঘটনার ছবি - এএনআই)