Threat Poster to DA Protestors: ডিএ ধরনা মঞ্চ ওড়ানোর হুমকি দিয়ে পোস্টার, ভয় দেখিয়ে আন্দোলন বন্ধের চেষ্টা
Updated: 13 Mar 2023, 10:54 AM IST dearness allowance, 6th pay commission, 5th pay commission, da protest, da strike, da hunger strike, মহার্ঘ ভাতা, ডিএ আন্দোলন, ষষ্ঠ বেতন কমিশন, পঞ্চম বেতন কমিশন, ডিএ অনশন Abhijit Chowdhury 13 Mar 2023বকেয়া ডিএ-র দাবিতে জানুয়ারি মাস থেকে চলছে আন্দোলন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশনের 'রেকর্ড' ভেঙেছেন ভাস্কর ঘোষরা। এরই মাঝে ফিরহাদ হাকিম এই আন্দোলন ও অনশনকে 'নাটক' বলে আখ্যা দেন। আর এবার ফিরহাদের মন্তব্যের রেশ টেনেই ধরনা মঞ্চে পোস্টার পড়ল। সেই পোস্টারে লেখা - 'নাটক বন্ধ না করলে মঞ্চ ওড়ানো হবে'। এই নিয়ে ম.দান থানায় এফআইআর দায়ের হয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি