গতকাল রাত থেকেই শিয়ালদা ডিভিশনে ব্যাহত হয়েছে রেল চলাচল। রেলপথে কাজ চলার জেরেই দেরিতে চলছে বহু ট্রেন। বাতিল বহু লোকাল। রবিবার বাংলার আরও এক ডিভিশনে রেল চলাচল ব্যাহত হবে। প্রায় সাড়ে সাত ঘণ্টা মালদা ডিভিশনে ট্রেন চলাচল করবে না আগামিকাল। ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে কাজের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকবে।
1/4জানা গিয়েছে, ফরাক্কা স্টেশনের কাছে রেললাইন সম্প্রসারণের কাজ হবে রবিবার। এর জন্য মালদা ডিভিশনে প্রায় সাড়ে সাত ঘণ্টা ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। রেললাইন সম্প্রসারণের কাজের জন্য লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে। তাই এই ডিভিশনে ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। আর তাই বিভিন্ন স্টেশন থেকে উত্তরবঙ্গগামী দূরপাল্লার বিভিন্ন ট্রেন দেরিতে ছাড়বে। (MINT_PRINT)
2/4রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রবিবার, ১২ মার্চ সকাল ১০টা ১৫ মিনিট থেকে বিকেল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত ট্রাফিক এবং পাওয়ার বন্ধ থাকবে মালদা ডিভিশনে। এদিকে এই কাজের জন্য কোন কোন ট্রেন দেরিতে ছাড়বে, তার একটা তালিকা প্রকাশ করা হয়েছে রেলের তরফে। পাশাপাশি যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে রেল। (MINT_PRINT)
3/4রেলের তরফে জানানো হয়েছে, ১১ মার্চ, শনিবার আপ পুরী কামাখ্যা এক্সপ্রেস ৩ ঘণ্টা দেরিতে ছাড়বে। ১১ মার্চ, শনিবার ডাউন আগরতলা-শিয়ালদা এক্সপ্রেস ৫ ঘণ্টা দেরিতে ছাড়বে। রবিবার আপ শিয়ালদা-শিলচর এক্সপ্রেস ৩ ঘণ্টা দেরিতে ছাড়বে। রবিবার হলদিবাড়ি–কলকাতা এক্সপ্রেস ৪ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে ছাড়বে। (MINT_PRINT)
4/4এছাড়া ১২ মার্চ রবিবার মালদা টাউন–সাহেবগঞ্জ প্যাসেঞ্জার ১ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে ছাড়বে। আপ হাওড়া–রাধিকাপুর এক্সপ্রেসের যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হবে রবিবার। তাছাড়া নিয়ন্ত্রণ করা হবে বেঙ্গালুরু–গুয়াহাটি এক্সপ্রেসের যাত্রাপথও। পাশাপাশি রবিবার ডাউন মালদা টাউন–নবদ্বীপ ধাম এক্সপ্রেসের যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হবে। (MINT_PRINT)