ডিসেম্বরেই গঙ্গার নীচ দিয়ে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত রুটে যাত্রী পরিষেবা চালু করে দিতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ। তবে শিয়ালদা ও এসপ্ল্যানেড মাঝে কবে মেট্রো পরিষেবা চালু করা সম্ভব হবে, সেই বিষয়ে স্পষ্ট কোনও জবাব এখনও মেট্রো আধিকারিকদের কাছে নেই।
1/5কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের এমডি হরিনাথ জয়সওয়াল সোমবার সাংবাদিকদের জানিয়েছেন, ডিসেম্বরেই গঙ্গার নীচ দিয়ে এসপ্লেনেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত রুটে যাত্রী পরিষেবা চালু করে দেওয়া হতে পারে। তবে এসপ্ল্যানেড ও শিয়ালদার মাঝের রুটের কাজ এই বছর খুব সম্ভবত সম্পন্ন হবে না। সূত্রের খবর, আগামী এপ্রিলে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে মেট্রোর ট্রায়াল হতে পারে। সেইসময় গঙ্গার নীচ দিয়ে পরীক্ষামূলকভাবে মেট্রো ছুটবে।
2/5মেট্রো রেল কর্তা বলেন, 'যে প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছি, সেটা সমাধানের চেষ্টা করছি আমরা। তবে এবছর শিয়ালদার সঙ্গে এসপ্লেনেডকে জুড়ে দেওয়া সম্ভব হবে না। নির্মল চন্দ্র স্ট্রিটের নীচে থাকা জোড়া টানেলকে ভেন্টিলেশনের শ্যাফ্টের মাধ্যমে সুবোধ মল্লিক স্কোয়ারের সঙ্গে যুক্ত করতে তিন থেকে চার মাস সময় লাগবে।'
3/5বারবার বিপর্যয়ের জেরে থমকে ছিল বউবাজারে মেট্রোর কাজ। অবশেষে সেই কাজ শুরু হয়েছে। দুর্গা পিতুরি লেন, গৌড় দে লেন এবং স্যাঁকরা পাড়া লেনের নীচের অংশে কংক্রিট বেস স্ল্যাব তৈরির কাজ শেষ হয়েছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর পশ্চিমগামী সুড়ঙ্গে এই কাজটি হয়। এর আগে এই অংশে বিপত্তির জন্য বউবাজার এলাকার একাধিক বাড়িতে ধস নেমেছিল। এর জেরে ইস্ট ওয়েস্ট মেট্রোর বউবাজার অংশে ভূগর্ভে সাড়ে চার মিটার কাজ বাকি থেকে গিয়েছিল।
4/5এদিকে গঙ্গার তলা দিয়ে যে টানেল হাওড়া ময়দান ও এসপ্ল্যানেডকে জুড়বে, ইস্ট ওয়েস্ট মেট্রোর সেই অংশের কাজ শেষ। এই আবহে ‘আন্ডারওয়াটার টানেল' দিয়ে ছুটতে চলেছে মেট্রো। পরিবহণের জন্য ভারতের প্রথম ‘আন্ডারওয়াটার টানেল’ হতে চলেছে এটি। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, রেকর্ড ৬৬ দিনে গঙ্গার নীচে সেই টানেল তৈরি হয়েছে। এই টানেল নদীগর্ভের ১৩ মিটার নীচে অবস্থিত।
5/5গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত হাওড়া স্টেশন কমপ্লেক্সের সঙ্গে পূর্ব তীরে অবস্থিত আর্মেনিয়ান ঘাটকে যুক্ত করবে ভারতের প্রথম ‘আন্ডারওয়াটার টানেল’। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মেট্রো পরিষেবা চালু হয়ে গেলে বিশ্বের অন্যতম গভীরতম স্টেশন হতে চলেছে হাওড়া স্টেশন। যা মাটির ৩০ মিটার গভীরে অবস্থিত। এদিকে এসপ্ল্যানেড স্টেশনটি নর্থ-সাউথ করিডর মেট্রোর সঙ্গে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ইন্টারচেঞ্জিং স্টেশন হবে।