মলদ্বীপের সমুদ্রসৈকতে ‘একাকী’ শ্রাবন্তী? তবে ছবি তুলল কে? নায়িকার থ্রো-ব্যাক ছবি ঘুম কাড়ছে পুরুষ ভক্তদের। হট-প্যান্টে যেন অষ্টাদশী শ্রাবন্তী।
1/7দিন যেন বয়স কমছে শ্রাবন্তীর! সত্যি নায়িকাকে দেখে বোঝা দায় যে তাঁর বছর ১৯-এর এক পুত্র সন্তান রয়েছে। আসলে ছেলের সঙ্গে শ্রাবন্তীর বয়সের ফারাক মাত্র ১৭ বছর। তবে অভিনেত্রীর গ্ল্যামার আর স্টাইল দিনদিন বেড়েই চলেছে। (ছবি-ফেসবুক)
2/7আজকাল সোশ্যাল মিডিয়ায় একটু বেশিই খোলামেলা শ্রাবন্তী। এমনিতেই নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। তারপর কখনও মনোকিনি তো কখনও হট প্যান্ডে পোজ দিচ্ছেন এই টলি সুন্দরী। (ছবি-ফেসবুক)
3/7এদিন ফোনের গ্যালারি ঘেঁটে মলদ্বীপ ট্রিপের কিছু ছবি শেয়ার করেন শ্রাবন্তী। সেখানে হালকা নীল ডেনিম হট প্যান্ট আর মিকি আঁকা সাদা ওভারসাইজ টি-শার্টে পাওয়া গেল। চোখে রোদচশমা, কানে সুবিশাল গোল রিং- মানানসই মেক-আপ। (ছবি-ফেসবুক)
4/7নীল সমুদ্র আর খোলা আকাশের নীচে দাঁড়িয়ে একের পর এক পোজ দিলেন শ্রাবন্তী। কখনও সমুদ্রসৈতকে পড়ে থাকা সুবিশাল কাঠের গুঁড়ির উপর বসে, কখন আবার দাঁড়িয়ে। আর এই ছবিতেই উপচে পড়ল নেটিজেনদের কটাক্ষ।
5/7শ্রাবন্তীর ছবি দেখে কেউ লিখেছে, ‘বুড়ো বয়সে উরুগুলো একটু ঢাকা যায় না?’ কেউ আবার নায়িকার ভাঙা বিয়ে নিয়ে ঠেস দিয়েছেন।
6/7উল্লেখ্য, রোশন সিং-এর সঙ্গে শ্রাবন্তীর তৃতীয় বিয়েও ভাঙার মুখে। দেড় বছরও টেকেনি নায়িকার এই দাম্পত্য। যদিও সব ভুলে নতুন জীবন সাজাচ্ছেন শ্রাবন্তী। (ছবি-ইনস্টাগ্রাম)
7/7তবে ট্রোলাররা যাই বলুন না কেন, শ্রাবন্তী যেন চির যৌবনা। বয়স বাড়ে না বলেই তো এখনও সমান জনপ্রিয় তিনি। টেলিপাড়ায় জোর গুঞ্জন এখন অভিরূপের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রাবন্তী। নতুন মনের মানুষের সঙ্গে দিব্ব্যি সময় কাটাচ্ছেন। (ছবি-ইনস্টাগ্রাম)