জুটিতে পরাণ-লিলি, পর্দায় প্রথমবার গৌরব-দেবলীনা জুটি! আসছে 'সার্কাসের ঘোড়া'। প্রকাশ্যে ছবির চরিত্রদের প্রথম লুক।
1/7ছবির বিষয়বস্তু সার্কাস! থাকবে তাঁবুর অন্দরের গল্প। আসছে নতুন ছবি 'সার্কাসের ঘোড়া'। রাজেশ দত্ত এবং ইপ্সিতা রায় সরকারের যৌথ পরিচালনায়, প্রাক্তন সেনা আধিকারিক মানিকবাবু, তার স্ত্রী এবং তার ছেলেকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই গল্প। ছবির চরিত্রদের লুক প্রকাশ্যে।
2/7শীতে নয়, গরমের মরশুমে কলকাতায় আসছে সার্কাস। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায় এবং লিলি চক্রবর্তী। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রাণী হালদার, সাহেব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, গৌরব চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, দেবাশীষ ঘোষ, সুমিত সমাদ্দার, দেবপ্রসাদ হালদার, অনন্যা সেনগুপ্ত সহ অন্যান্যরা।
3/7এই ছবিতেই প্রথমবার জুটি বেঁধেছেন গৌরব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার। ছবির গল্প এগোবে অবসরপ্রাপ্ত সেনা অফিসার মানিকবাবু আর তাঁর স্ত্রীকে ঘিরে। তাঁরা কলকাতায় থাকেন। ছবিতে মানিকবাবুর চরিত্রে অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করেছেন লিলি চক্রবর্তী। তাঁদের এক পুত্র সন্তান আছে।
4/7ছবিতে ইন্দ্রাণী হালদার ও সাহেব চট্টোপাধ্যায়ের লুক। ছেলে বিদেশে থাকার সুবাদে মানিকবাবুর সঙ্গে তাঁর ছেলের সম্পর্ক সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই টিকে রয়েছে। প্রবীণ প্রাক্তন সেনা অফিসার তাঁর নাতির অভাব অনুভব করেন। নাতির জায়গাটা পূরণ করতে তাতাই চলে আসে মানিকবাবুর জীবনে।
5/7তাতাইকে পক্ষীরাজ ঘোড়ার গল্প শোনাতে গিয়ে ঘোড়া দেখানোর প্রসঙ্গ ওঠে। সেখান থেকেই সার্কাস-এর যোগসূত্র।
6/7মানিকবাবুর নাতির জায়গা তাতাই কী পূরণ করতে পারবে? নাকি গল্পের শেষে রক্তের সম্পর্কই মানিকবাবুর জীবনে প্রাধান্য পাবে? এমনই পারিবারিক টানাপোড়েন নিয়ে আসতে চলেছে 'সার্কাসের ঘোড়া'।
7/7ছবি প্রযোজনায় শ্রায়ামিত ফিল্মস প্রাইভেট লিমিটেডের কর্ণধার দেবাশীষ ঘোষ। ছবিতে মাত্র একটি গান রয়েছে। গেয়েছেন জোজো। কথা ও সুরে সুমিতা ঘোষ। এই গরমেই দর্শক উপহার পেতে চলেছে আরও এক পারিবারিক গল্প।