আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিকেলের দিকে কালবৈশাখীর ঝড় আসতে পারে। উত্তরবঙ্গেও ঝোড়ো হাওয়া বইবে। দেখে নিন শুক্রবার বাংলার কোন জেলার আবহাওয়া কেমন থাকবে।
1/5আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি পর্যন্ত যেতে পারে। এই আবহে এই চার জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। বাকি উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমানে জারি থাকবে হলুদ সতর্কতা। (AP)
2/5এদিকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়ায় আজ বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে। এই আবহে এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। (AP)
3/5আজ, ১৯ মে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে শহরে। সেদিন কলকাতার আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে কলকাতা ও আশেপাশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নীচে। আজ হলুদ সতর্কতা জারি থাকবে কলকাতায়। (AP)
4/5আগামী দু'দিনও দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিতে জারি থাকবে হলুদ সতর্কতা। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় জারি থাকবে কমলা সতর্কতা। দু'দিন পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। (AP)
5/5এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আজ বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এই সবকটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এই জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এই আবহে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি থাকবে বলে জানানো হয়েছে। (AP)