Saree from Cannes film festival: দীপিকা পাড়ুকোন থেকে সোনম কাপুর— বারবার কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে সকলের নজর কেড়েছে শাড়ির ফ্যাশন। দেখে নিন ছবি।
1/8৭৬তম কান ফিল্ম ফেস্টিভ্যাল ১৬ মে মানে আজ থেকে শুরু হতে চলেছে এবং ২৭ মে পর্যন্ত চলবে৷ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উত্সব কান। এটির রেড কার্পেটও খুব বিখ্যাত৷ চলচ্চিত্রের এ-লিস্টার এবং ফ্যাশন দুনিয়ার মানুষ প্রতি বছর এই ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে হাঁটেন। তারই মধ্যে বারবার নজর কেড়েছে শাড়ির ফ্যাশন। দেখে নেওয়া যাক, তেমনই কিছু মুহূর্ত। (Pinterest)
2/8সোনম কাপুরের এই শাড়ির সাজ এক সময়ে বিরাট আকর্ষণের কেন্দ্রে ছিল। এই সাজের পরে অনেকেই শাড়ির ফ্যাশনের ভক্ত হয়ে পড়েন। (Pinterest)
3/8পিছিয়ে থাকেননি কঙ্গনা রানাওয়াতও। কাঞ্জিভরম শাড়িতে তাঁর ফ্যাশনও কম জনপ্রিয় হয়নি। কঙ্গনার এই চেহারা বিদেশি ফ্যাশনিস্তাদের আলোচনার বিষয় হয়ে উঠেছিল। (Pinterest)
4/8ঐশ্বর্যের অত্যন্ত প্রিয় পোশাক হল শাড়ি। তিনি এর আগে শাড়ির ফ্যাশনে বার বার নজর কেড়েছেন। কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে অভিষেক বচ্চনের সঙ্গে হাজির হওয়ার সময়ে তিনি পরেছিলেন শাড়ি। সেটিও বিশাল জনপ্রিয় হয়। (Pinterest)
5/8২০১০ সালে প্রথম বার এই উৎসবে হাজির হন দীপিকা পাড়ুকোন। তাঁর পরনে ছিল শাড়ি। প্রথম বার এই বিরাট মঞ্চে হাজির হওয়ার সময়েদীপিকার ফ্যাশন খুবই প্রশংসিত হয়। (Pinterest)
6/8দীপিকা এর পরে আবারও এই মঞ্চে হাজির হন শাড়ি পরে। সেই ফ্যাশনও কম জনপ্রিয় হয়নি। (Pinterest)
7/8তালিকা সম্পূর্ণ হবে না বিদ্যা বালনের কথা না বললে। লাল রঙের শাড়ির সঙ্গে মুক্তোর মালা— সব মিলিয়েকান চলচ্চিত্র উৎসবের মঞ্চে বিদ্যা হয়ে উঠেছিলেন অনন্যা। (Pinterest)
8/8তবে জনপ্রিয়তার নিরিখে এক নম্বর থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই দীপিকারই। তাঁর কালো শাড়ির সাজ কান চলচ্চিত্র উৎসবের প্রায় হল অব ফেমে ঢুকে গিয়েছে। (Pinterest)